State Budget 2021: রাজ্য বাজেট: পাঁচ বছরে দেড় কোটি কাজের প্রতিশ্রুতি, পরশপাথর দেউচা পাঁচামি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
State Budget 2021: ২০২১-২০২২ রাজ্য বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে।
#কলকাতা: ২০২১-২০২২ অর্থবর্ষে রাজ্যের জন্য ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা বাজেট বরাদ্দ হল। অর্থমন্ত্রী অমিত মিত্র অনুপস্থিতিতে বাজেট পেশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২১-২০২২ রাজ্য বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে। এ ছাড়াও রোড ট্যাক্স এবং অ্যাডিশনাল ট্যাক্স আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মুকুব করা হচ্ছে। স্টাম্প ডিউটিতে ২% ছাড় দেওয়া হচ্ছে।
এ দিন পার্থ চট্টোপাধ্যায় বাজেটে কাজের খতিয়ান ও পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি বজায় আছে। রাজ্য সরকার কোভিড পরিস্থিতি দারুণ সামাল দিয়েছে। টিকাকরণে আমরা এক নম্বর। ২ কোটি ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি।" পার্থ চট্টোপাধ্যায়ের কথায় বাংলার অর্থনীতিতে বিগত ১০ বছরে সাফল্য এসেছে। অতিমারি, আমফানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাজিক বিষয়গুলি পালন করা হয়েছে। দুয়ারে সরকার চালু হয়েছে যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা ঘরে বসেই পেতে পারেন।
advertisement
প্রসঙ্গত এদিন বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীও। তিনি দেউচা পাঁচামি প্রকল্পের কথা তুলে ধরে বলেন এই প্রকল্প হয়ে গেলে ১ লক্ষ মানুষ কাজ পাবেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের উপর জোর দেন তিনি। কেন্দ্রকে বিঁধতে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। মুখ্যমন্ত্রী বলেন, "পেট্রোল-ডিজেলের দাম বাড়লে হেঁসেলে প্রভাব পড়ে। ওরা আয় করে এই থেকে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা ইনকাম করেছে ওরা। এত টাকা কোথায় গেল এত টাকা? এত দাম বাড়লে মানুষের চলবে কি করে?"
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 3:33 PM IST