এক বছরে প্রায় সাড়ে ১৩ লক্ষ লোকের চাকরি হয়েছে, দাবি অর্থমন্ত্রীর

Last Updated:

শেষ এক বছরে প্রায় সাড়ে ১৩ লক্ষ লোকের মুখে ভাত যুগিয়েছে সরকার ৷

#কলকাতা: শেষ এক বছরে প্রায় সাড়ে ১৩ লক্ষ লোকের মুখে ভাত যুগিয়েছে সরকার ৷ অর্থমন্ত্রী অমিত মিত্রের দাবি, গত এক বছরে ১৩ লক্ষ ২৭ হাজার বেকারকে চাকরি দিয়েছে সরকার ৷ শুক্রবার বাজেট পেশ করতে গিয়ে নিজের বক্তব্যে রাজ্যে বেকারদের কর্মসংস্থানের উল্লেখ করেন ৷
বহু দিন ধরে দীর্ঘায়িত হতে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গতি পেয়েছে রাজ্যে ৷ আইনি বাধা কাটিয়ে রাজ্যে প্রায় সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবারই উচ্চ শিক্ষা দফতরে শূন্যপদে আগামী ৬ মাসের মধ্যেই অধ্যাপক নিয়োগ সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ৷
advertisement
গত এক বছরে শিক্ষা দফতর সহ রাজ্য সরকারের তরফে ১৩ লক্ষ ২৭ হাজার রাজ্যবাসীর চাকরির ব্যবস্থা করা হয়েছে ৷ রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদ ভরাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সরকার ৷
advertisement
শুধু কর্মসংস্থানই নয়, কর্মীদের বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাও করেছে সরকার ৷ স্থায়ী সরকারি কর্মীরা ছাড়াও সিভিক পুলিশ, অস্থায়ী কর্মীদের জন্যও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ একাধিক সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার ৷
advertisement
রাজ্যে বাড়ানো হচ্ছে MBBS আসন ৷ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, ‘সবাই যাতে বিনামূল্য চিকিৎসা পরিষেবা পায় তার জন্য কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, রামপুরহাট, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে ৷ তার জন্য বরাদ্দ বেড়ে হল ৭৫৭.৩৯ কোটি টাকা ৷’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এক বছরে প্রায় সাড়ে ১৩ লক্ষ লোকের চাকরি হয়েছে, দাবি অর্থমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement