SSKM Scissors Case: রোগীর পেটে মরচে ধরা ভাঙা কাঁচি! SSKM-এর ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSKM Scissors Case: হাসপাতালে রোগী সুরক্ষা নিয়ে সেই ভাঙা কাঁচির ছবি পোস্ট করে সরব হয় জুনিয়র ডাক্তাররা। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।
কলকাতা: এসএসকেএম হাসপাতালে প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ। হাসপাতালে রোগী সুরক্ষা নিয়ে সেই ভাঙা কাঁচির ছবি পোস্ট করে সরব হয় জুনিয়র ডাক্তাররা। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।
এসএসকেএম হাসপাতালে থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। নবান্ন সূত্রের খবর, মরচে পড়া কাঁচি নজরে পড়তেই রিপ্লেস করা হয়েছিল। প্রাথমিক রিপোর্টে এসএসকেএম জানিয়েছে স্বাস্থ্য দফতরকে। তবে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, হাসপাতাল গুলিতে রোগী সুরক্ষা নিয়ে একাধিক বিষয়ে বারবার সরব জুনিয়র ডাক্তাররা। কিছুদিন আগেই আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রক্তমাখা গ্লাভস পাঠানোর অভিযোগ ওঠে।
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত্যি জানলে চমকে যাবেন
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিযোগ তোলেন, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে নানা রোগ সংক্রমণের সম্ভাবনাও থাকবে। তারপরেই রাজ্যের আরও এক নামজাদা হাসপাতাল এসএসকেএম-এ মরচে ধরা কাঁচিতে কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ ওঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 3:47 PM IST