SSC Tainted List Update: 'আপনার বৌমা SSC-র অযোগ্য তালিকায়...' প্রশ্ন শুনেই এ কী করলেন তৃণমূলের দাপুটে বিধায়ক! কোন বিধায়ক জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
SSC Tainted List Update: এসএসসি-র অযোগ্য তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷
সুবীর দে, পানিহাটি: এসএসসি-র অযোগ্যদের তালিকায় বিধানসভার মুখ্য সচেতক ও পানিহাটির বিধায়কের বড় পুত্রবধু শম্পা ঘোষের নাম। আর এই নিয়ে মেজাজ হারালেন বিধায়ক। কটাক্ষ বিজেপির। এসএসসি অযোগ্যদের তালিকায় নাম উঠে এসেছে পানিহাটি বিধানসভার বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নাম।
advertisement
পুত্রবধূ শম্পা ঘোষ নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করতেন। আর এই বিষয়ে প্রশ্ন করলে মেজাজ হারালেন বিধায়ক নির্মল ঘোষ। যদিও শম্পা ঘোষ এ নিয়ে মুখ খোলেননি এখনও।
advertisement
advertisement
এসএসসি-র অযোগ্য তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷ যদিও এ বিষয়ে ফোন করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অযোগ্য হিসেবে চিহ্নিত শম্পা ঘোষ৷ বিধানসভার মুখ্য সচেতক পদেও রয়েছেন নির্মল ঘোষ৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শনিবার সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷
advertisement
শনিবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরাই শুধু নয়, তাঁদের আত্মীয় পরিজনদের নামও রয়েছে বলে খবর৷ পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷ তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এই তালিকা প্রকাশের পর স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 11:58 AM IST