SSC Scam|| আরও চাপে পার্থ, দেহরক্ষীর পরিবারের ৮ চাকরি প্রাপক এবার সিবিআই-র মুখে!

Last Updated:

SSC Scam arrest Partha Chatterjee: বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ৮ সদস্য। ৮ জনকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। 

#কলকাতাঃ রাজ্যের প্রাক্তন শিল্প মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ সদস্য প্রাথমিকে চাকরি পেয়েছেন। টেট নিয়ে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সম্প্রতি কলকাতা হাই কোর্টে একটি হলফনামা দেন, সেখানে এই তথ্য উল্লেখ রয়েছে। হলফনামায় রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্য একই বছরে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ৮ সদস্য। ৮ জনকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। দুপুর ১২.৩০ মিনিট থেকে চলছে জিজ্ঞাসাবাদ। ২১ সেপ্টেম্বর মধ্যে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, প্রাক শারদীয়া উৎসবে জমাটি ধুনুচি নাচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর
অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদের লুকিয়ে করা দ্বিতীয় নিয়োগ তালিকা সংক্রান্ত CFSL রিপোর্ট, বোর্ড মিটিং সিদ্ধান্তে মানিক ভট্টাচার্য সই সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট-সহ একাধিক তথ্য ২১ সেপ্টেম্বরের মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার নম্বর বিভাজন-সহ বিশদ তথ্য খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, মামলাকারীর দুই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামিম এবং বোর্ডের দুই আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় এবং রাতুল বিশ্বাস প্রাথমিক পর্ষদের অফিসে গিয়ে নথি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, পার্থর প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর আদতে পূর্ব মেদিনীপুরের দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রামের বাসিন্দা। তবে হাওড়ার ব্রজনাথ লাহিড়ী লেনে একটি বহুতলেও ফ্ল্যাট রয়েছে তাঁর। সেখানেই তিনি থাকেন সপরিবার।
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam|| আরও চাপে পার্থ, দেহরক্ষীর পরিবারের ৮ চাকরি প্রাপক এবার সিবিআই-র মুখে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement