SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির র্যাডারে শাসক নেতা, সিজিও কমপ্লেক্সে আজই তলব, কে এই তৃণমূল নেতা?
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব শাসক নেতাকে। সূত্রের খবর, সোমবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছেন ইডি আধিকারিকরা।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব শাসক নেতাকে। সূত্রের খবর, সোমবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারকে এবার তলব করেছে ইডি। জানা যাচ্ছে, ইতিমধ্যে হাজিরা দিতে ইডির দফতরে পৌঁছেছে অম্বরিশ সরকার।
প্রাথমিকাভাবে জানা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

advertisement
জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাক্ষীর মুখ থেকে অম্বরীশের নাম উঠে আসতেই তড়িঘড়ি তৃণমূলের এই যুব নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে এই প্রথমবার তলব করা হয়েছে অম্বরিশকে। জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে। অন্যান্য যে সব তথ্য় প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে, সেগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে।
advertisement
চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে। গতবছর গঙ্গারামপুর মহকুমা আদালতের মাধ্যমে কুশমণ্ডি থানায় এনিয়ে মামলা দায়ের করেন কলকাতার এক ব্যক্তি। অভিযোগ, গ্রুপ ডির চাকরি করিয়ে দেওয়ার নামেই ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
সূত্রের খবর, অম্বরিশ সরকার রাজ্য তৃণমূলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ও জেলা পরিষদের সহকারি সভাধিপতি পদে রয়েছেন অম্বরিশ সরকার। জেলার এমন হেভিওয়েট নেতার বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল রাজনৈতিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 2:46 PM IST








