'এক্সকিউজ মি...', কোলে ব্ল্যাঙ্কেট জড়ানো 'শিশু', মেট্রোয় সামনে এসে দাঁড়ালেন তরুণ, ২ সেকেন্ডের মধ্যে যা ঘটল, আঁতকে উঠলেন তরুণী!

Last Updated:
Metro: আর পাঁচদিনের মতোই ভিড়ে ঠাসা ছিল মেট্রো। কাজের দিনে অফিস-কলেজ যাত্রীদের পাশাপাশি অনেকেই এদিক ওদিক যাওয়ার জন্য চড়ে বসেছিলেন ট্রেনে। কিন্তু বসার সব আসনই পূর্ণ ছিল। আবার অনেকে যাত্রীই দাঁড়িয়ে ছিলেন।
1/10
মেট্রো হোক অথবা ট্রেন বা বাস। গণপরিবহণে ভ্রমণের সময় সাধারণত যদি আমরা বসে থাকি এবং আমাদের পাশে কোনও বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, অথবা ছোট বাচ্চা-কোলে কেউ দাঁড়িয়ে থাকে, আমরা তৎক্ষণাৎ উঠে তাঁদের আমাদের আসনটি ছেড়ে দিই। Image : X
মেট্রো হোক অথবা ট্রেন বা বাস। গণপরিবহণে ভ্রমণের সময় সাধারণত যদি আমরা বসে থাকি এবং আমাদের পাশে কোনও বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, অথবা ছোট বাচ্চা-কোলে কেউ দাঁড়িয়ে থাকে, আমরা তৎক্ষণাৎ উঠে তাঁদের আমাদের আসনটি ছেড়ে দিই। Image : X
advertisement
2/10
সম্প্রতি রাজধানী দিল্লির মেট্রোতে যাত্রা করার সময়ই অনেকটা এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক তরুণী। আর পাঁচদিনের মতো সেদিনও মেট্রোয় চড়ে গন্তব্যে যাচ্ছিলেন তরুণী। সেই সময় একজন ব্যক্তিকে ছোট বাচ্চা নিয়ে যেতে দেখে স্বভাবতই তাঁকে তাঁর সিটটি ছেড়ে দেয় ওই তরুণী। Image : File Image
সম্প্রতি রাজধানী দিল্লির মেট্রোতে যাত্রা করার সময়ই অনেকটা এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক তরুণী। আর পাঁচদিনের মতো সেদিনও মেট্রোয় চড়ে গন্তব্যে যাচ্ছিলেন তরুণী। সেই সময় একজন ব্যক্তিকে ছোট বাচ্চা নিয়ে যেতে দেখে স্বভাবতই তাঁকে তাঁর সিটটি ছেড়ে দেয় ওই তরুণী। Image : File Image
advertisement
3/10
কিন্তু পরে যা জানা গেল তা তাজ্জব করে দেওয়া। আর মেট্রোর সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী ঘটেছিল সেদিন? Image : File 
কিন্তু পরে যা জানা গেল তা তাজ্জব করে দেওয়া। আর মেট্রোর সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী ঘটেছিল সেদিন? Image : File
advertisement
4/10
আর পাঁচদিনের মতোই ভিড়ে ঠাসা ছিল মেট্রো। কাজের দিনে অফিস-কলেজ যাত্রীদের পাশাপাশি অনেকেই এদিক ওদিক যাওয়ার জন্য চড়ে বসেছিলেন ট্রেনে। কিন্তু বসার সব আসনই পূর্ণ ছিল। আবার অনেকে যাত্রীই দাঁড়িয়ে ছিলেন। Image : Twitter
আর পাঁচদিনের মতোই ভিড়ে ঠাসা ছিল মেট্রো। কাজের দিনে অফিস-কলেজ যাত্রীদের পাশাপাশি অনেকেই এদিক ওদিক যাওয়ার জন্য চড়ে বসেছিলেন ট্রেনে। কিন্তু বসার সব আসনই পূর্ণ ছিল। আবার অনেকে যাত্রীই দাঁড়িয়ে ছিলেন। Image : Twitter
advertisement
5/10
বসে থাকা এক তরুণীকে চোখের ইশারা করে জড়ানো কম্বলের দিকে দেখিয়ে এস্ককিউজ মি বলেন ছেলেটি। বুঝিয়ে দেন তাঁর সঙ্গে একটি বাচ্চা রয়েছে এবং তাঁকে বসতে জায়গা দেওয়ার জন্য। বেচারা মেয়েটিও কিছু না বলেই সহানুভূতি দেখিয়ে তৎক্ষণাৎ সিট থেকে উঠে পড়েন। লোকটি কালবিলম্ব না করে ওই মুহূর্তেই তরুণীর ছেড়ে দেওয়া সেই আসনে বসে পড়েন।
বসে থাকা এক তরুণীকে চোখের ইশারা করে জড়ানো কম্বলের দিকে দেখিয়ে এস্ককিউজ মি বলেন ছেলেটি। বুঝিয়ে দেন তাঁর সঙ্গে একটি বাচ্চা রয়েছে এবং তাঁকে বসতে জায়গা দেওয়ার জন্য। বেচারা মেয়েটিও কিছু না বলেই সহানুভূতি দেখিয়ে তৎক্ষণাৎ সিট থেকে উঠে পড়েন। লোকটি কালবিলম্ব না করে ওই মুহূর্তেই তরুণীর ছেড়ে দেওয়া সেই আসনে বসে পড়েন।
advertisement
6/10
কিন্তু এরপরেই গল্পে আসে ট্যুইস্ট। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই যা ঘটল তা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন নিমেষে। ব্ল্যাঙ্কেটের প্যাঁচ খুলতেই দেখা গেল, আরে, এ কী! দেখা গেল কোথায় বাচ্চা? এ তো শুধুই প্যাঁচানো তোয়ালে মাত্র।
কিন্তু এরপরেই গল্পে আসে ট্যুইস্ট। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই যা ঘটল তা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন নিমেষে। ব্ল্যাঙ্কেটের প্যাঁচ খুলতেই দেখা গেল, আরে, এ কী! দেখা গেল কোথায় বাচ্চা? এ তো শুধুই প্যাঁচানো তোয়ালে মাত্র।
advertisement
7/10
সিটে বসেই ছেলেটিও মুচকি হেসে দেখিয়ে দিল তাঁর সঙ্গে আদৌ কোনও সদ্যোজাত শিশু নেই। পুরোটাই তাঁর রসিকতা। আর গোটা ঘটনার ভিডিও করে রাখছেন তাঁরই সঙ্গী। আসন থেকে উঠে পরা মেয়েটিও কয়েক মুহূর্তেই বুঝতে পারল গোটা ঘটনাটাই একটা প্র্যাঙ্ক মাত্র।
সিটে বসেই ছেলেটিও মুচকি হেসে দেখিয়ে দিল তাঁর সঙ্গে আদৌ কোনও সদ্যোজাত শিশু নেই। পুরোটাই তাঁর রসিকতা। আর গোটা ঘটনার ভিডিও করে রাখছেন তাঁরই সঙ্গী। আসন থেকে উঠে পরা মেয়েটিও কয়েক মুহূর্তেই বুঝতে পারল গোটা ঘটনাটাই একটা প্র্যাঙ্ক মাত্র।
advertisement
8/10
সব দেখে শুনে হাসিতে ফেটে পড়ল গোটা মেট্রো কামরা। চরম গরমের এই কাজের দিনের গুরুগম্ভীর পরিবেশে যে বেশ খানিকটা শীতল বাতাস বয়ে গেল কয়েক মুহূর্তের জন্য, সে কথা বলাই বাহুল্য।
সব দেখে শুনে হাসিতে ফেটে পড়ল গোটা মেট্রো কামরা। চরম গরমের এই কাজের দিনের গুরুগম্ভীর পরিবেশে যে বেশ খানিকটা শীতল বাতাস বয়ে গেল কয়েক মুহূর্তের জন্য, সে কথা বলাই বাহুল্য।
advertisement
9/10
প্রসঙ্গত, নতুন নতুন ঘটনায় বরাবরই চর্চায় থাকে দিল্লি মেট্রো। প্রতি দিনই কোনও না কোনও চাঞ্চল্যকর দৃশ্য বা ঘটনার জেরে সংবাদ শিরোনামে উঠে আসে রাজধানীর মেট্রো রেল। ভাইরাল হওয়ার জন্য নেটিজেনদের মধ্যেও নানা অভিনব কাণ্ড কারখানা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। File Photo
প্রসঙ্গত, নতুন নতুন ঘটনায় বরাবরই চর্চায় থাকে দিল্লি মেট্রো। প্রতি দিনই কোনও না কোনও চাঞ্চল্যকর দৃশ্য বা ঘটনার জেরে সংবাদ শিরোনামে উঠে আসে রাজধানীর মেট্রো রেল। ভাইরাল হওয়ার জন্য নেটিজেনদের মধ্যেও নানা অভিনব কাণ্ড কারখানা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। File Photo
advertisement
10/10
কখনও কেউ উদ্দাম নেচে সমাজমাধ্যমে হাততালি কুড়োতে চান, কেউ বা স্বল্প পোশাকে মেট্রোয় উঠে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান ইনস্টাগ্রাম বা ফেসবুক-এক্স হ্যান্ডেলে। আবার কখনও সামান্য কথা কাটাকাটি থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মেট্রো কামরা। তবে এই ভাবে এক যুবকের ব্যস্ত ট্রেনে বসার আসন দখলের ‘প্র্যাঙ্ক’ এককথায় বেশ মজাই দিয়েছে নেট নাগরিকদের। Photo : File Image
কখনও কেউ উদ্দাম নেচে সমাজমাধ্যমে হাততালি কুড়োতে চান, কেউ বা স্বল্প পোশাকে মেট্রোয় উঠে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান ইনস্টাগ্রাম বা ফেসবুক-এক্স হ্যান্ডেলে। আবার কখনও সামান্য কথা কাটাকাটি থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মেট্রো কামরা। তবে এই ভাবে এক যুবকের ব্যস্ত ট্রেনে বসার আসন দখলের ‘প্র্যাঙ্ক’ এককথায় বেশ মজাই দিয়েছে নেট নাগরিকদের। Photo : File Image
advertisement
advertisement
advertisement