'এক্সকিউজ মি...', কোলে ব্ল্যাঙ্কেট জড়ানো 'শিশু', মেট্রোয় সামনে এসে দাঁড়ালেন তরুণ, ২ সেকেন্ডের মধ্যে যা ঘটল, আঁতকে উঠলেন তরুণী!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Metro: আর পাঁচদিনের মতোই ভিড়ে ঠাসা ছিল মেট্রো। কাজের দিনে অফিস-কলেজ যাত্রীদের পাশাপাশি অনেকেই এদিক ওদিক যাওয়ার জন্য চড়ে বসেছিলেন ট্রেনে। কিন্তু বসার সব আসনই পূর্ণ ছিল। আবার অনেকে যাত্রীই দাঁড়িয়ে ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বসে থাকা এক তরুণীকে চোখের ইশারা করে জড়ানো কম্বলের দিকে দেখিয়ে এস্ককিউজ মি বলেন ছেলেটি। বুঝিয়ে দেন তাঁর সঙ্গে একটি বাচ্চা রয়েছে এবং তাঁকে বসতে জায়গা দেওয়ার জন্য। বেচারা মেয়েটিও কিছু না বলেই সহানুভূতি দেখিয়ে তৎক্ষণাৎ সিট থেকে উঠে পড়েন। লোকটি কালবিলম্ব না করে ওই মুহূর্তেই তরুণীর ছেড়ে দেওয়া সেই আসনে বসে পড়েন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কখনও কেউ উদ্দাম নেচে সমাজমাধ্যমে হাততালি কুড়োতে চান, কেউ বা স্বল্প পোশাকে মেট্রোয় উঠে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান ইনস্টাগ্রাম বা ফেসবুক-এক্স হ্যান্ডেলে। আবার কখনও সামান্য কথা কাটাকাটি থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মেট্রো কামরা। তবে এই ভাবে এক যুবকের ব্যস্ত ট্রেনে বসার আসন দখলের ‘প্র্যাঙ্ক’ এককথায় বেশ মজাই দিয়েছে নেট নাগরিকদের। Photo : File Image