SSC Protest: অর্ধনগ্ন মিছিলে চলল ধরপাকড়! ‘চোরেদের পুষে রাখুন, আর যোগ্যদের ধরুন,’ আটক আন্দোনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল

Last Updated:

এদিন অবশ্য ধর্মতলা থেকে শিয়ালদহ যাওয়ার পথেই চিন্ময়দের আটক করে পুলিশ৷ আন্দোলনকারীদের একজন জানান, ‘‘পুলিশ সমস্ত নেতৃত্বকে প্রায় গ্রেফতার করে নিয়েছে। সবাই আপাতত বিকাশ ভবনের সামনে আসার জন্য বলছি।’’

News18
News18
কলকাতা: গত বৃহস্পতিবারই চাকরিহারা শিক্ষকদের অর্ধনগ্ন মিছিলের কর্মসূচির কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম চিন্ময় মণ্ডল৷ শুক্রবার অবশ্য বিকাশ ভবন পৌঁছনোর আগেই আন্দোলনকারীদের মিছিল আটকে দেয় পুলিশ৷ চলে ধরপাকড়৷ আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডলকেও আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ সেই সময় চিন্ময়কে চিৎকার করে বলতে শোনা, ‘‘চোরেদের পুষে রাখুন, আর যোগ্যদের ধরুন৷’’
বৃহস্পতিবারই চিন্ময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মহামিছিলের সম্পর্কে৷ বলেছিলেন, ‘‘আগামিকাল শিয়ালদা থেকে মহামিছিল। আগামিকাল অর্ধনগ্ন মিছিল হবে। ১১টার সময় মিছিল করে নবান্ন যাওয়া হবে।’’
advertisement
এদিন অবশ্য ধর্মতলা থেকে শিয়ালদহ যাওয়ার পথেই চিন্ময়দের আটক করে পুলিশ৷ আন্দোলনকারীদের একজন জানান, ‘‘পুলিশ সমস্ত নেতৃত্বকে প্রায় গ্রেফতার করে নিয়েছে। সবাই আপাতত বিকাশ ভবনের সামনে আসার জন্য বলছি।’’
advertisement
অন্যদিকে, শুক্রবার নবান্ন অভিযানে যান ‘যোগ্য’ চাকরিহারারা। নবান্নের কাছে আসতেই আটক এক চাকরিহারা শিক্ষক। ওই চাকরিহারা শিক্ষিকাকে আটক করে হাওড়া পুলিশ কমিশনারেট। এক চাকরিহারা শিক্ষিকা আসার পরেই নবান্নের সামনে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Protest: অর্ধনগ্ন মিছিলে চলল ধরপাকড়! ‘চোরেদের পুষে রাখুন, আর যোগ্যদের ধরুন,’ আটক আন্দোনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement