SSC: ‘অর্ধনগ্ন মহামিছিলের ডাক’ চাকরিহারাদের! শুক্রেই নবান্ন অভিযান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম মুখ, চিন্ময় মণ্ডল জানালেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন পরীক্ষা হবে।’
কলকাতা: সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধি দল। যদিও সাক্ষাত্ হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম মুখ, চিন্ময় মণ্ডল জানালেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন পরীক্ষা হবে। যোগ্য যাতে হয় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। ১০ বছর আগের পরিস্থিতি সবার নেই।’’
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক প্রবীণ কর্মকারের। এই প্রসঙ্গে চিন্ময় জানালেন, ‘‘প্রবীণ কর্মকার জিয়াগঞ্জের শিক্ষক রোগে ভুগছিলেন। দুশ্চিন্তায় ছিলেন মারা গিয়েছেন।’’
advertisement
advertisement
পাশাপাশি ফের মহামিছিলের ডাক দিলেন চাকরিহারা শিক্ষকরা। এদিন চিন্ময় জানান, ‘‘আগামীকাল শিয়ালদা থেকে মহামিছিল। আগামীকাল অর্ধনগ্ন মিছিল হবে। ১১টার সময় মিছিল করে নবান্ন যাওয়া হবে। আজ আমাদের পক্ষ থেকে কেউ নবান্নে যায়নি আজ কালীঘাট গিয়েছিল শুধু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 7:07 PM IST