SSC Job: চাকরি গেল সকলের, রইল শুধু একজনের! কে এই সোমা দাস? সামনে এল চাকরি থাকার সেই কারণ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Job: কেন চাকরি বহাল রইল সোমা দাসের? আদালত জানিয়েছে, মানবিক কারণেই সোমবার তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
কলকাতা: লোকসভা ভোটের মধ্যেই এসএসসি কাণ্ডে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২০১৬-র এসএসসি নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক, শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজারেরও বেশি চাকরি বাতিল। নির্দেশ বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চের। শুধু চাকরি বাতিল নয়। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রাপ্তদের ফেরাতে হবে বেতনও। চার সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরাতে হবে বেতন। একইসঙ্গে তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ও। কিন্তু ২০১৬-র এসএসসি নিয়োগের সকলের চাকরি গেলেও চাকরি থাকছে কেবল সোমা দাসের।
কেন চাকরি বহাল রইল সোমা দাসের? আদালত জানিয়েছে, মানবিক কারণেই সোমবার তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। কিন্তু সোমবারের রায় শোনার পর সোমা দাস বলেন, “আমি চাকরিটা মানবিক গ্রাউন্ডে পাই ঠিকই। তবে আমি কিন্তু যোগ্য, সাধারণ প্রার্থী হিসাবেই গিয়েছিলাম। আমাদের আন্দোলনের ভিত্তি কিন্তু দুর্নীাতি।”
advertisement
advertisement
সোমার সংযোজন, ”আজকের এই রায় প্রমাণ করে দিল কতটা এই প্যানেলে দুর্নীতি হয়েছিল। তবে একইসঙ্গে বলব, প্যানেলে বহু যোগ্যকে যেমন ওয়েটিংয়ে রাখা হয়েছে, তেমনই অনেক যোগ্য চাকরি পেয়েছিলেন, আজ তাদেরও চাকরি চলে গিয়েছে। আমার মনে হয় দ্রুত তাঁদের চাকরি ফিরে পাওয়া দরকার। সসম্মানে যাতে তাঁরা স্কুলে যেতে পারেন।”
advertisement
২০২২ সালের এপ্রিল মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমাকে শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরি গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। পরে সোমার সঙ্গে কথা বলে তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, দ্রুত সোমার চাকরির ব্যবস্থা করে দিতে হবে। কলকাতা হাই কোর্টের আবেদনকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে ব্লাড ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়। তার পর তিনি বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে কাজে যোগ দেন সোমা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 4:14 PM IST