Nabanna Abhijan: ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল চাকরি-হারা ঐক্যমঞ্চ... কী হতে চলেছে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানান, যেমন করে আরজি করের ক্ষেত্রে গণ আন্দোলন হয়েছিল, তেমনই এই নবান্ন অভিযানে মানুষ পাশে দাঁড়াক। শান্তিপূর্ণ আন্দোলন হবে।
advertisement
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। ধর্মতলার ওয়াই চ্যানেলে অনশনরত ছিলেন তিন চাকরিহারা প্রার্থী। সেই অনশন প্রত্যাহার হলেও প্রতিবাদ থামেনি। সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বাসে প্রায় ৭০-৭৫ চাকরিহারা প্রার্থী রওনা দিলেন দিল্লির যন্তরমন্তরের পথে। এবার মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় সাংবাদিক সম্মেলন করল ‘বঞ্চিত চাকরিহারা মঞ্চ’। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
advertisement
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানান, যেমন করে আরজি করের ক্ষেত্রে গণ আন্দোলন হয়েছিল, তেমনই এই নবান্ন অভিযানে মানুষ পাশে দাঁড়াক। শান্তিপূর্ণ আন্দোলন হবে। কোনও দলীয় পতাকা ছাড়া সবাইকে আন্দোলনে আসার আহ্বান জানানো হয়েছে। সরকারের কাছে বাসের ব্যবস্থা করে দেওয়ার দাবিও তোলা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথমে ১৫০ জন যাওয়ার কথা থাকলেও ৭০-৭৫ জন দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। আর্থিক অবস্থার মাথায় রেখে এই সিদ্ধান্ত চাকরিহারাদের। চাকরিহারা এক প্রার্থী চিন্ময় মন্ডল বলেন, “আমাদের কোনও বিরোধ নেই তাঁদের সঙ্গে। আমাদের চাকরিটা চলে গেল তাদের জন্য এবং তাদের যারা এই বেনিয়ম পথে চাকরি দিয়েছে। “ আরও এক প্রার্থী মীনাক্ষী হালদার জানালেন, “সিবিআই যে তদন্ত করেছে তাতে ১৭ রকমের দুর্নীতি হয়েছে তারা খুঁজে পেয়েছে। এবং তাদের মধ্যে কারা ‘অযোগ্য’সেটাও তারা নির্দিষ্ট করে দিয়েছে। আমরা তাদের ‘অযোগ্য’ বলছি না। এটা প্রমাণিত। “
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 5:27 PM IST