SSC Group D Recruitment: ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগে ফের মহা সমস্যায় SSC

Last Updated:

৫৪২টি অনিয়ম-অভিযোগের নথি তুলে দেওয়া হল কমিশনকে। (SSC Group D Recruitment)

৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগে ফের মহা সমস্যায় SSC
৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগে ফের মহা সমস্যায় SSC
#কলকাতা: সিবিআই তদন্ত স্থগিত থাকলেও বিড়ম্বনা কমছে না স্কুল সার্ভিস কমিশনের (SSC Group D Recruitment)। গ্রুপ ডি বিভাগে নিয়োগে অনিয়মের অভিযোগে আরও চাপে স্কুল সার্ভিস কমিশন। ২৫ পর আরও ৫৪২টি ভুয়ো নিয়োগে বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নিতে এসএসসি-কে (SSC Group D Recruitment) বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৫৪২টি অনিয়ম-অভিযোগের নথি তুলে দেওয়া হল কমিশনকে। (SSC Group D Recruitment)
নথি খতিয়ে স্ক্রুটিনি করে, কমিশন ৪ মে ২০১৯-পর নিয়োগ সুপারিশ দিয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে তবেই বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট ডিআই-দের বেতন বন্ধ করতে নির্দেশ দেবে এসএসসি। ৫৪২টি ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ দেবে এসএসসি। আদালতের দেওয়া নিয়োগ নথি খতিয়ে দেখে তবেই নির্দেশ দেওয়া হবে। ডিভিশন বেঞ্চের শুনানির পর ফের সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে বলে এদিন জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর হবে পরবর্তী শুনানি।
advertisement
advertisement
আরও পড়ুন: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
বুধবারই গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের মামলা প্রক্রিয়ার ওপর কোনও স্থগিতাদেশ নেই, তাই এই মামলায় বৃহস্পতিবার শুনানি হয়। সেখানেই ৫৪২টি ভুয়ো নিয়োগ হয়েছে কিনা তা প্রথমে খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ ভুয়ো কিনা খতিয়ে দেখে তাদের বেতন বন্ধের নির্দেশ দেবে এসএসসি।
advertisement
গত সোমবার এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির (SSC Group D Recruitment) অভিযোগ মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ এমনকী ২১ ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। আর সেই আবেদনের প্রেক্ষিতে বুধবার স্বস্তি পায় রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Group D Recruitment: ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগে ফের মহা সমস্যায় SSC
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement