Kolkata High Court || Group D: আপাতত ফেরাতে হবে না বেতন, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
- Published by:Satabdi Adhikary
- Written by:ARNAB HAZRA
Last Updated:
ওএমআর শিট জালিয়াতি কাণ্ডে গত শুক্রবার গ্রুপ ডি-এর ১৯১১ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
কলকাতা: এখনই ফেরত দিতে হবে না বেতন। চাকরি বাতিল হওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ওএমআর শিট জালিয়াতি কাণ্ডে গত শুক্রবার গ্রুপ ডি-এর ১৯১১ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। শুধু চাকরি বাতিলই নয়, এতদিন ধরে পাওয়া বেতনের অর্থও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওই ১৯১১ জনকে।
আরও পড়ুন: কুড়ি কুড়ি বছরের পার! অবশেষে হল পোস্তা রাজবাড়ির আংটির রহস্যের সমাধান
কিন্তু একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীরা। তাঁদের বক্তব্য় ছিল, তাঁরা যখন কাজ করেছেন, তখন বেতন ফেরত দিতে হবে কেন?
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি
বৃহস্পতিবার ছিল এই আবেদনের শুনানি। এদিন শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ জানান, আপাতত, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গল বেঞ্চের বেতন ফেরতের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হচ্ছে। যদিও এদিন ১৯১১ জনের চাকরি বাতিল করার নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। ৩ মার্চ পরবর্তী শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 2:43 PM IST