Kolkata High Court || Group D: আপাতত ফেরাতে হবে না বেতন, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Last Updated:

ওএমআর শিট জালিয়াতি কাণ্ডে গত শুক্রবার গ্রুপ ডি-এর ১৯১১ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

কলকাতা: এখনই ফেরত দিতে হবে না বেতন। চাকরি বাতিল হওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ওএমআর শিট জালিয়াতি কাণ্ডে গত শুক্রবার গ্রুপ ডি-এর ১৯১১ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। শুধু চাকরি বাতিলই নয়, এতদিন ধরে পাওয়া বেতনের অর্থও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওই ১৯১১ জনকে।
আরও পড়ুন: কুড়ি কুড়ি বছরের পার! অবশেষে হল পোস্তা রাজবাড়ির আংটির রহস্যের সমাধান
কিন্তু একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীরা। তাঁদের বক্তব্য় ছিল, তাঁরা যখন কাজ করেছেন, তখন বেতন ফেরত দিতে হবে কেন?
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি
বৃহস্পতিবার ছিল এই আবেদনের শুনানি। এদিন শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ জানান, আপাতত, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গল বেঞ্চের বেতন ফেরতের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হচ্ছে। যদিও এদিন ১৯১১ জনের চাকরি বাতিল করার নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। ৩ মার্চ পরবর্তী শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court || Group D: আপাতত ফেরাতে হবে না বেতন, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement