SSC Scam: বাজেয়াপ্ত ‘মিডল‍ম‍্যানের’ ১৬৩ কোটি র সম্পত্তি! এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় তথ‍্য ফাঁস ইডির

Last Updated:

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় ‘মিডল‍ম‍্যান’ প্রসন্ন কুমার রায়ের ১৬৩.২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা।

বাজেয়াপ্ত ‘মিডল‍ম‍্যানের’ ১৬৩ কোটি
র সম্পত্তি! এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় তথ‍্য ফাঁস ইডির
বাজেয়াপ্ত ‘মিডল‍ম‍্যানের’ ১৬৩ কোটি র সম্পত্তি! এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় তথ‍্য ফাঁস ইডির
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় ‘মিডল‍ম‍্যান’ প্রসন্ন কুমার রায়ের ১৬৩.২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, প্রসন্ন এবং তাঁর স্ত্রীর নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী প্রসন্ন রায় ও তার স্ত্রী শ্রীমতী কাজল সোনি রায় এবং তাদের সংস্থার নামে থাকা হোটেল রিসর্ট ও স্থাবর সম্পত্তি যার পরিমান ১৬৩ কোটি। এখনও পর্যন্ত এই মামলায় ইডি ৫৪৪.৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি।
advertisement
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাজেয়াপ্ত করা সম্পত্তিতে উল্লেখ‍্য রয়েছে একটি কোম্পানির নামও। প্রসন্ন কুমার রায় এবং তাঁর স্ত্রীর পাশপাশি নাম রয়েছে প্রসন্ন কুমারের কোম্পানি শ্রী দুর্গা ডেলকম প্রাইভেট লিমিটেডর নাম। ইডি জানিয়েছে, ওই সংস্থাটি প্রসন্নই নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতেন।
advertisement
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। অতি পরিচিত ‘মিডলম‍্যান’ প্রসন্ন রায় এখন জেল হেফাজতে রয়েছেন। সিবিআই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও পরে ইডি গ্রেফতার করে প্রসন্নকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: বাজেয়াপ্ত ‘মিডল‍ম‍্যানের’ ১৬৩ কোটি র সম্পত্তি! এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় তথ‍্য ফাঁস ইডির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement