RG Kar Case: আসল থ্রেট কালচার চালাচ্ছেন অনিকেতরাই! এবার স্বাস্থ্যসচিবের দ্বারস্থ আরজি করের ‘সাসপেন্ডেড ডাক্তাররা! মানহানির মামলার হুঁশিয়ারি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
RG Kar Case: এবার সাসপেন্ডেড ডাক্তাররা আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করছেন। তাদের দাবি তারাই উল্টে ‘থ্রেট কালচারের’ শিকার হচ্ছেন।
কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২৩ তারিখে সাসপেন্ডেড ডাক্তাররা আরজি করে তাদের কাজে যোগ দিতে যান। সকাল দশটার মধ্যে আরজি করে সবাই পৌঁছে গেলেও অধ্যক্ষ তাঁদের সঙ্গে দেখা করেছিলেন দেড়টা নাগাদ। অভিযোগ যে সেই সময় অনিকেত মাহাতোর নেতৃত্বে রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ করেন।
আরজি করে অধ্যক্ষ সাসপেন্ডেড ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বললেও, সাসপেন্ডের ডাক্তারদের দাবি অধ্যক্ষ নাকি পরে আর ডি-এর লোকজনকে বলেছেন যে তিনি তাদেরকে কাজে যোগ দিতে দেবেন না। প্রসঙ্গত কোর্টে নির্দেশেও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের এই বিষয়ে ‘ইন্টারফেয়ারেন্স’ কার্যত বেআইনি বলে বলা হয়েছে।
advertisement
advertisement
এবার সাসপেন্ডেড ডাক্তাররা আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করছেন। তাদের দাবি তারাই উল্টে ‘থ্রেট কালচারের’ শিকার হচ্ছেন। অবিলম্বে কাজে যেন যোগ দিতে পারেন তারা সেই বিষয়ে স্বাস্থ্য দফতর এবং স্বাস্থ্য সচিব খতিয়ে দেখুক। এবং গত ১৫ দিন ধরে তারা যে অ্যাবসেন্ট রইলেন, তার অ্যাটেনডেন্স এবং স্যালারি যেন তারা পান সেই দাবিও তারা জানাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ্যে পার্থক্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন
সেই সঙ্গে তাদের অভিযোগ, অনিকেত মাহাতো নবান্নের মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সামনে এবং গোটা রাজ্যের সামনে যেভাবে তাদের ‘ন্যটোরিয়াস ক্রিমিনাল’ এবং ‘পচা ছেলে’ বলেছেন। সেইসঙ্গে আরও অভিযোগ, কোন প্রমাণ ছাড়াই, তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তারা মানহানির নোটিশ পাঠিয়েছেন অনিকেতকে। তিন দিনের মধ্যে যদি অনিকেত সর্বসম্মুখে তাদের সামনে ক্ষমাপ্রার্থনা না করেন, তাহলে তারা আইনি পদক্ষেপ নেওয়ার এরকম হুঁশিয়ারিও দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 4:17 PM IST