SSC পরীক্ষা কেন্দ্রে হঠাৎ গোলমাল! বেলঘরিয়ায় জোর করে ঢুকতে যাওয়া এই ব্যক্তি কে?
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
SSC exam: বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলী কলেজে এসএসসি পরীক্ষায় বহিরাগত প্রবেশের চেষ্টা, পুলিশ গ্রেফতার করে তদন্ত করছে।
সুবীর দে, বেলঘরিয়া: বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলী কলেজে এসএসসি পরীক্ষা চলাকালীন হট্টগোল। অভিযোগ, বহিরাগত এক ব্যক্তি জোর করে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। সেই সময় ওই ব্যক্তির সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে দ্রুত পদক্ষেপ নেয় বেলঘরিয়া থানার পুলিশ। বহিরাগত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শিবাশিস দাস।
advertisement
advertisement
তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কী কারণে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এসএসসি দুর্নীতি কেলেঙ্কারির পর রাজ্যের স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা ও ভাবমূর্তি পুনঃস্থাপনের জন্য তৎপর। সেই উদ্দেশ্যে সকাল ৮ টা থেকে খোলা হয়েছে এসএসসি সদর দফতের কন্ট্রোল রুম ও আঞ্চলিক দফতের কন্ট্রোল রুম।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 2:10 PM IST