দাগিদের বেতন ফেরত কবে...? আদালত অবমাননার মামলা শুনবে সুপ্রিম কোর্ট, SSC-কে সতর্ক করে ৬ সপ্তাহ পর শুনানির দিন নির্দিষ্ট করল শীর্ষ আদালত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SSC Case: এসএসসির আদালত অবমাননা মামলাগুলি কে শুনবে? সুপ্রিম কোর্ট না কলকাতা হাইকোর্ট? এ নিয়ে মানলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালতে। শুনানি শেষে এসএসসির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি শুনতে রাজি হল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
নয়াদিল্লি: এসএসসির আদালত অবমাননা মামলাগুলি কে শুনবে? সুপ্রিম কোর্ট না কলকাতা হাইকোর্ট? এ নিয়ে মানলার শুনানি ছিল মঙ্গলবার শীর্ষ আদালতে। শুনানি শেষে এসএসসির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি শুনতে রাজি হল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
এদিন প্রাথমিক ভাবে সর্বোচ্চ আদালত হাইকোর্টেই মামলা ফেরাতে চেয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্ত আবেদন করেন সর্বোচ্চ আদালতেই হোক এই শুনানি। সেইমতো শীর্ষ আদালত মামলা শুনতে রাজি হয়।
advertisement
advertisement
তবে একইসঙ্গে সর্বোচ্চ আদালতের তরফে সাবধান করে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালত যদি আদালত অবমাননা হয়েছে বোঝে, তাহলে আরও কঠোর পদক্ষেপ করা হবে। ৫ সপ্তাহ পর মামলার শুনানির দিন ধার্য করা হল।
এসএসসি চাকরি বাতিল হয়েছে ২৬০০০। এখন প্রশ্ন, দাগিদের বেতন ফেরত দেওয়া হবে কবে? আদালত সূত্রে খবর, এই সংক্রান্ত আদালত অবমাননার মামলা হাইকোর্ট নয়, শুনবে সুপ্রিম কোর্ট। আপাতত এই মামলায় এসএসসি কে সতর্ক করে ৬ সপ্তাহ পর শুনানির দিন নির্দিষ্ট করল শীর্ষ আদালত।
advertisement
প্রসঙ্গত, গত তেইশে নভেম্বর আদালত অবমাননা মামলায় সাময়িক স্বস্তি পেয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দফতর। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে তারা সওয়াল করে, সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে অবমাননার মামলা শোনার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 4:14 PM IST

