SSC | Calcutta High Court: SSC গ্ৰুপ ডি মামলা, স্বস্তিতে এসএসসি কর্তা, আপাতত FIR করতে পারবে না CBI

Last Updated:

SSC Calcutta HC: আদালতের নির্দেশ অনুসারে আগামী সোমবার পর্যন্ত এস পি সিনহাকে জেরা করতে পারবে না সিবিআই। তবে বাকি চার কর্তাকে জেরা করা যাবে। প্রয়োজনে বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর-ও করতে পারবে সিবিআই।

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ প্রশ্ন
প্রতীকী ছবি।
স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ প্রশ্ন প্রতীকী ছবি।
#কলকাতা: প্রাক্তন উপদেষ্টা এস.পি.সিনহার বিরুদ্ধে কোন FIR নয়, নির্দেশ আদালতের। ডিভিশন বেঞ্চের (SSC | Calcutta High Court) এই নির্দেশে আপাতত স্বস্তিতে এসএসসি কর্তা এস পি সিনহা। আদালতের নির্দেশ অনুসারে আগামী সোমবার পর্যন্ত তাঁকে জেরা করতে পারবে না সিবিআই। তবে বাকি চার কর্তাকে জেরা করা যাবে। প্রয়োজনে বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর-ও করতে পারবে সিবিআই, এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এসএসসি (SSC) কর্তা এস পি সিনহা। শুনানিতে বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এস পি সিনহাকে তলব করতে পারবে না সিবিআই (CBI)। তাঁর বিরুদ্ধে কোনও রকম এফআইআরও (FIR) করা যাবে না। কিন্তু এই বেনিয়মের ঘটনায় অভিযুক্ত বাকি চারজনের জন্য লাগু থাকছে সিঙ্গল বেঞ্চের রায় (SSC | Calcutta High Court)। অর্থাৎ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। প্রয়োজনে এফআইআরও  (FIR) করা যাবে।
advertisement
advertisement
যদিও জিজ্ঞাসাবাদের ওপর কোন স্থগিতাদেশ এখনও নয়। আগামী সোমবার SSC বেনিয়ম (SSC Scam) মামলার জন্য নির্দিষ্ট বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চেই হবে শুনানি। প্রসঙ্গত, 'গ্রুপ ডি মামলায় ২৪শে নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে.বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করে। সেক্ষেত্রে শুনানিতে প্রশ্ন ওঠে একই ধরনের মামলায় কি আবার সিবিআই (SSC | Calcutta High Court) তদন্তের নির্দেশ দেওয়া যায়? উত্তরে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, "কমিটি তো এখনও তদন্ত করছে, বাকি অভিযোগ তো সেই কমিটির কাছে জানানো যেতে পারে। এক্ষেত্রে তো দুটো সমান্তরাল বিচারপ্রক্রিয়া হয়ে যাবে।'
advertisement
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, "আদালতের নির্দেশেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই যদি জিজ্ঞাসাবাদের সময় সেরকম কোন তথ্য পায়, তার ভিত্তিতে তারা পদক্ষেপ করতে পারে। তারা যদি তথ্য না পায়, তাহলে তারা FIR করবে না।"
উল্লেখ্য, এরইমধ্যে শুক্রবার এসএসসি দুর্নীতি মামলায় আরও কড়া পদক্ষেপ করে আদালত। বিতর্কিত ৯৮ জন চতুর্থ শ্রেণির কর্মীর বেতন অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়। এই ৯৮ জন কর্মী প্রবেশ করতে পারবেন না স্কুলে। পাশাপাশি এসএসসির (SSC) উপদেষ্টা কমিটি নিয়ে কড়া সিদ্ধান্ত নেয় আদালত।
advertisement
যদিও আদালত এও জানিয়েছে, কমিটির পাঁচজন ছাড়া এই দুর্নীতিতে যদি কারও যোগ মেলে, সেক্ষেত্রে তিনি যে-ই হোন না কেন, তাঁকে তলব করতে পারে সিবিআই। আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করবে সিবিআই এবং শিক্ষা দপ্তরের সচিব। সিঙ্গল বেঞ্চের এই রায়ের কিছুক্ষণের মধ্যে এস পি সিনহাকে স্বস্তি দিল ডিভিশন বেঞ্চ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC | Calcutta High Court: SSC গ্ৰুপ ডি মামলা, স্বস্তিতে এসএসসি কর্তা, আপাতত FIR করতে পারবে না CBI
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement