রবিবার শ্রীভূমি স্পোর্টিংয়ের ম্যারাথন, অংশ নিচ্ছেন ৫ হাজার প্রতিযোগী
- Reported by:Amit Sarkar
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ফান রান হিসেবে থাকবে তিন কিলোমিটারের দৌড়। যেখানে সপরিবারে যে কেউ অংশ নিতে পারেন।
কলকাতা: পুজোর ৫০ বর্ষ উদযাপনের শুরুতেই লক্ষ্য স্থির করা হয়েছিল ম্যারাথনের। পুজো মিটেছে, এবার ম্যারাথন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবার প্রথম ম্যারাথন। ‘চলো দৌড়াই’ এই ক্যাপশনে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যারাথন বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি সুজিত বসু। ভোর পাঁচটা থেকে শুরু হবে এই দৌড়। তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন প্রায় পাঁচ হাজার জন।
২ জানুয়ারি থেকে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে জানান তিনি। এখানেই শেষ নয়, রেজিস্ট্রেশন শুরুর দু’তিন দিনের মধ্যে প্রায় হাজার পাঁচেক রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। কী কী থাকবে তিনটে ক্যাটাগরিতে? ফান রান হিসেবে থাকবে তিন কিলোমিটারের দৌড়। যেখানে সপরিবারে যে কেউ অংশ নিতে পারেন। ইতিমধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার জন এই ফান রানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন বলে জানিয়েছেন সুজিত বসু।
advertisement
advertisement
এ ছাড়াও থাকবে ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন। শুক্রবার বিকেলে ক্লাবে অ্যাপোলো শ্রীভূমি গোল্ড ম্যারাথন ২০২৩ এর জার্সি, মেডেল প্রকাশ করলেন সুজিত বসু। ছিলেন অ্যাপোলোর প্রতিনিধিরাও। উল্লেখ্য, ২১.১ কিলো মিটার ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, নেপালের অ্যাথলিটরাও। অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলিটও। রবিবার ভোরে অনুষ্ঠানের ফ্ল্যাগঅফে থাকবেন অলিম্পিক অ্যাথলিট পদ্মশ্রী অনজু ববি জর্জ।
advertisement
এ ছাড়াও থাকবেন অলিম্পিক অ্যাথলিট জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দীব্যেন্দু বড়ুয়া সহ অনেকে। এবারই শুধু নয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হবে এই ম্যারাথন । তিনি আরও জানান, এই ম্যারাথনের পুরস্কার মূল্য় ১০ লক্ষ টাকা। ২১.১ কিলোমিটারে যিনি প্রথম হবেন তাঁকে ১৫ হাজার টাকা, দ্বিতীয়কে ১০ হাজার ও তৃতীয়কে সাত হাজার টাকা দেওয়া হবে। সঙ্গে ট্রফি।
advertisement
এই হাফ ম্যারাথনেও বয়সের ভাগ থাকছে। ত্রিশ বছর পর্যন্ত একটি ক্যাটাগরি, একত্রিশ থেকে চল্লিশ, একচল্লিশ থেকে পঞ্চাশ ও পঞ্চাশোর্ধ্বদের একটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রতিযোগীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2023 10:20 PM IST










