এবার ফিফার দায়িত্বে নতুন যুবভারতী, ১২ সেপ্টেম্বর উদ্বোধন
Last Updated:
এবার ফিফার দায়িত্বে নতুন যুবভারতী, ১২ সেপ্টেম্বর উদ্বোধন
#কলকাতা: ঝকঝকে, ঝলমলে। নতুন রূপে সেজে উঠেছে যুবভারতী। অনূর্ধ্ব ১৭ বিশ্বাকাপের জন্য রবিবারই ফিফার হাতে যুবভারতীর দায়িত্ব তুলে দিল রাজ্য সরকার। ১২ সেপ্টেম্বর নবরূপে সেজে ওঠা যুবভারতীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা লন্ডন হয়েছে কি না সে তো তর্কসাপেক্ষ। কিন্তু এক টুকরো অ্যালিনাজ এরিনা উঠে এসেছে বাইপাস লাগোয়া কলকাতায়। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য রবিবারই রাজ্য সরকারের পক্ষ থেকে ফিফার হাতে যুবভারতীর দায়িত্ব তুলে দেওয়া হল।
বাকেট চেয়ারের কারণে যুবভারতীর আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮০ হাজার। নিরাপত্তার কারণে বিশ্বকাপে মাত্র ৬৬৭০০ টিকিট ছাড়া হবে। ১২ সেপ্টেম্বর নবরূপে সেজে ওঠা যুবভারতীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
ঝকঝকে চেহারার যুবভারতী। শহরের নতুন দ্রষ্টব্য। বাংলার নতুন গর্ব। সৌন্দর্য্যে, চাকচিক্যে ন্যু ক্যাম্প বা অ্যালিনাজ এরিনার সঙ্গে কোথাও কলকাতাকে মিশিয়ে দিল ফুটবলের যুবভারতী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2017 7:16 PM IST