SpiceJet: বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরল বিমান
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ (SG 515) এদিন সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷
কলকাতা: বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে ফিরতে হল কলকাতা থেকে মুম্বইগামী বিমানকে।
বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ (SG 515) বুধবার সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷
advertisement
advertisement
টেক অফের পরেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান একজন কেবিন ক্রু ৷ তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান ৷
advertisement
এরপর এটিসি-র অনুমতি মেলায় ৭:৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ৷ বিমানবন্দরের বে নম্বর ১৮-তে পার্ক করা হয় বিমানটিকে ৷ যাত্রীদের এরপর নিরাপদে নীচে নামিয়ে নিয়ে আসা হয় ৷ বিমানের মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 1:34 PM IST