Abhishek Banerjee | Panchayat Election: অভিষেকের 'সংযোগ যাত্রা'র জেরে বাড়ল জল্পনা? জুলাইয়েই কি তবে পঞ্চায়েত ভোট?
- Published by:Satabdi Adhikary
- Written by:ARUP DUTTA
Last Updated:
প্রচণ্ড দাবদাহের পরিস্থিতি বিবেচনায় রেখে ঘনিষ্ঠ মহলেও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, হিসাব বলছে পঞ্চায়েত নির্বাচন মে মাসে না হয়ে যদি কিছুটা পিছোয় তাতে বিশেষ ক্ষতি নেই। কারণ, চলতি পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে জুলাইয়ে। নতুন বোর্ড অগাষ্টের মধ্যে গঠিত হলে, পঞ্চায়েতের ধারাবাহিকতায় কোনও ছেদ পড়বে না।
কলকাতা: পঞ্চায়েত ভোটের ঘোষণা নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হল তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে। যদিও, এখনই মে মাসের শেষে ভোটের সম্ভাবনা খারিজ করে দিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন।
সম্প্রতি, বিরোধী দলনেতাই বলেছিলেন, ২ মে পঞ্চায়েত ভোট ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট ঘোষণার সম্ভাব্য দিনগুলির মধ্যে ২ মে তারিখটিও ছিল। যাইহোক, মে মাসের শেষে ভোট করতে হলে মে মাসের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা করতে হবে, এটা ধরে নিয়েই নানা মহলে যখন অঙ্ক কষা চলছে, তখনই আচমকা অভিষেকের ২ মাস ব্যাপী কোচবিহার থেকে সাগর, ‘সংযোগ যাত্রা’র ঘোষণা হল৷ আর তা নিয়েই পঞ্চায়েতের দিন ঘোষণার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহল সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: নারী নিরাপত্তায় ফের বড়সড় পদক্ষেপ লালবাজারের! এবার 'নজরবন্দি' শহরের আরও বিস্তীর্ণ এলাকা
বৃহস্পতিবার দলের এই কর্মসূচির ঘোষণা ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘‘২৫ এপ্রিল থেকে ২ মাস ব্যাপী এই সংযোগ যাত্রা হবে কোচবিহার থেকে সাগর পর্যন্ত। মানুষের পঞ্চায়েত গড়তে, মানুষের মতামত নেব। গোপন ব্যালটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই হবে। এর মধ্যে যদি নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেয়, তাহলে যতটা পর্যন্ত করা যাবে ততটাই হবে।’’
advertisement
advertisement
এদিকে, তৃণমূল ভবন থেকে দলীয় এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ আগে বিধানসভা চত্বরে এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ওরা ( রাজ্য সরকার) পঞ্চায়েত ভোট এখন করবে না। জুলাইয়ে হতে পারে। পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে রাজ্য সরকারের হাতে কিছুটা বাড়তি সময় আছে। যেভাবে প্রতিদিন জীবন, তাপসরা ধরা পড়ছে, তাতে তৃণমূল মনে করছে, পরিস্থিতি কিছুটা সামালাতে গেলে এখনই ভোটে যাওয়া ঠিক হবে না। তাই ভোট পিছতে চাইছে।’’
advertisement
আরও পড়ুন: গোষ্ঠী কোন্দলের আঁচ! এবার দলেরই একাংশকে ‘পিঠের চামড়া বাঁচাও কমিটি’ তৈরি করতে বলে বিতর্কে নেতা
পর্যবেক্ষকদের একাংশের মতে, জেলায় জেলায় পঞ্চায়েতে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে , নির্বাচনের আগে তা থেকে দলের ভাবমূর্তি স্বচ্ছ করা একান্ত প্রয়োজনীয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এলাকার স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকে চিহ্নিত করে তাঁকে দলীয় প্রার্থী হিসাবে দাঁড় করানো গেলে, মানুষের ক্ষোভ সামাল দিয়ে দলকে সাফল্য এনে দেওয়া সম্ভব হবে। নির্বাচনকে ঘিরে বিরোধীরা বড় মাপের অশান্তির অভিযোগও আনতে পারবে না। তার জন্যই অভিষেকের ২ মাস ব্যাপী ‘সংযোগ যাত্রা’র উদ্যোগ বলে মত তাঁদের। সেক্ষেত্রে, ২৫ এপ্রিল তৃণমূলের এই সংযোগ যাত্রা শেষ হবে ২৫ শে জুন। তারপর, পঞ্চায়েত ঘোষণা হলে, জুলাইয়ের শেষে নির্বাচন হতেই পারে।
advertisement
সম্প্রতি, প্রচণ্ড দাবদাহের পরিস্থিতি বিবেচনায় রেখে ঘনিষ্ঠ মহলেও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, হিসাব বলছে পঞ্চায়েত নির্বাচন মে মাসে না হয়ে যদি কিছুটা পিছোয় তাতে বিশেষ ক্ষতি নেই। কারণ, চলতি পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে জুলাইয়ে। নতুন বোর্ড অগাষ্টের মধ্যে গঠিত হলে, পঞ্চায়েতের ধারাবাহিকতায় কোনও ছেদ পড়বে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 3:39 PM IST