হোম /খবর /কলকাতা /
নারী নিরাপত্তায় ফের বড়সড় পদক্ষেপ লালবাজারের! এবার 'নজরবন্দি' শহরের আরও এলাকা

Lalbazar | Women Safety: নারী নিরাপত্তায় ফের বড়সড় পদক্ষেপ লালবাজারের! এবার 'নজরবন্দি' শহরের আরও বিস্তীর্ণ এলাকা

সুপ্রিম কোর্টের নির্দেশে, মহানগরীর বিভিন্ন থানায় সিসিটিভি বসানো হলেও কয়েকটি থানার এলাকায় হঠাৎ করেই সেগুলো নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি নিয়ে বিভিন্ন থানার আধিকারিকদের শিথিল আচরণে ক্ষুব্ধ লালবাজার। তাদের সতর্ক করা হয়েছে, যাতে কাজের গতি বাড়ে।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: শহরের নারী নিরাপত্তায় আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় 'নির্ভয়া' প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শহরজুড়ে বসানো হবে আরও সিসিটিভি ক্যামেরা৷ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কোন কোন জায়গায় ক্যামেরা বসানো হবে, তা নিয়ে লালবাজারের তরফে সমীক্ষাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷

কেন্দ্রের 'নির্ভয়া' প্রকল্পের প্রথম পর্যায়ে, মহানগরীর ২৫৬টি স্কুল ও কলেজে ১০২০টি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সূত্রের খবর, এগুলি বসাতে মোট খরচ হয়েছিল ৩২ কোটি টাকা। এই সিসিটিভিগুলি মূলত লাগানো হয়েছিল মেয়েদের স্কুল ও কলেজের বাইরে৷

আরও পড়ুন: গোষ্ঠী কোন্দলের আঁচ! এবার দলেরই একাংশকে ‘পিঠের চামড়া বাঁচাও কমিটি’ তৈরি করতে বলে বিতর্কে নেতা

দ্বিতীয় দফায় অবশ্য কোন কোন জায়গায়, মোট কটি ক্যামেরা বসানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যে সমস্ত গুরুত্বপূর্ণ থানা এলাকাগুলি এখনও সিসিটিভি কভারেজের বাইরে, সে সব এলাকাকেই দ্বিতীয় দফায় নির্বাচন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

'নির্ভয়া' প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে কোথায় কোথায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে, তা বুঝতে মহানগরের বিভিন্ন থানাকে আবারও সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে লালবাজার। চাওয়া হয়েছে নির্দিষ্ট তালিকা৷ প্রাথমিক পর্যায়ে, কলকাতার সমস্ত থানা তাদের এলাকার ৮ থেকে ১০টি জায়গার নাম ইতিমধ্যেই লালবাজারে পাঠিয়েছে।

অন্যদিকে, একই সঙ্গে, থানাগুলিকে বলা হয়েছে, প্রথম দফায় লাগানো সিসিটিভিগুলির কোনও যদি কাজ না করে, তবে তাও লালবাজারকে জানাতে হবে৷ তাতে লালবাজার অবিলম্বে সেগুলি মেরামত করানোর ব্যবস্থা করবে। এ ব্যাপারে বিভিন্ন থানার সিসিটিভি রক্ষণাবেক্ষণের কাজও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: জুলাই নাকি অগাস্ট! কবে হবে পঞ্চায়েত ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাজ্য়জুড়ে জল্পনা

সুপ্রিম কোর্টের নির্দেশে, মহানগরীর বিভিন্ন থানায় সিসিটিভি বসানো হলেও কয়েকটি থানার এলাকায় হঠাৎ করেই সেগুলো নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি নিয়ে বিভিন্ন থানার আধিকারিকদের শিথিল আচরণে ক্ষুব্ধ লালবাজার। তাদের সতর্ক করা হয়েছে, যাতে কাজের গতি বাড়ে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Lalbazar