শহর-জুড়ে পুজো পুজো গন্ধ... তার মাঝেই পথচলা শুরু করল স্পার্ক এন্টারটেনমেন্ট! ফ্যাশন দুনিয়ায় নতুন চমক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সংস্থার তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই নতুন পথচলা শুরু হয়েছে তাদের। আগামী দিনে বিনোদন দুনিয়ার নানা ক্ষেত্র নিয়ে চর্চার ইচ্ছা রয়েছে। সিনেমা বা ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রাখতে আগ্রহী তাঁরা।
কলকাতা: পুজোর ঢাকে কাঠি তো পড়েই গিয়েছে। শহর শহরতলি থেকে গ্রাম মফঃস্বল- শুরু হয়ে গিয়েছে খুঁটিপুজো। হাতে গোনা আর কয়েকটা তো দিন বাকি। এরপরেই তিলোত্তমা ঢাকবে ব্যানারে। সেই চেনা পরিচিত পুজোর অ্যাড, শহর-জোড়া হোর্ডিং, নতুন গান, জামার গন্ধ সবকিছুর মধ্যেই একটাই প্রচ্ছন্ন ঘোষণা- ‘পুজো আসছে’। দু’টো শব্দ যা বাঙালীর সারাজীবনের দুঃখ ভুলিয়ে দেয়। আরেকটা পুজোর গন্ধ নিয়েই হৈ হৈ করে হয়ে গেল স্পার্ক এন্টারটেইনমেন্টের পুজোর ব্যানার শ্যুট। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সংস্থার অন্যতম কর্ণধার প্রেরণা পাল চৌধুরী। ফ্যাশন পার্টনার ছিল মিনু শাড়ি। আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ন্তনী মজুমদার।
২৬জন মডেলকে নিয়ে জমিয়ে হয় শ্যুট। সম্পূর্ণ শ্যুটটি আয়োজিত হয়েছিল বং কানেকশন স্টুডিওতে। ‘দুর্গাপ্রণতি’ নামেই নামাঙ্কিত করা হয়েছিল গোটা আয়োজনকে। সংস্থার কর্ণধার আরও জানান, বিভিন্ন অনুষ্ঠানেই তাঁরা এই ধরনের ফটোশ্যুটে উতসাহ দিয়ে থাকেন। পরবর্তীকালে আরও অনেক নতুন ভাবনা নিয়ে তাঁরা আসবেন যা কেবল বাস্তবায়নের অপেক্ষা। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষেও তাঁরা নতুন কিছু করার কথা ভেবেছেন।
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই নতুন পথচলা শুরু হয়েছে তাদের। আগামী দিনে বিনোদন দুনিয়ার নানা ক্ষেত্র নিয়ে চর্চার ইচ্ছা রয়েছে। সিনেমা বা ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রাখতে আগ্রহী তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 6:49 PM IST