দার্জিলিংয়ে 'দিদি'র সঙ্গে বৈঠকের পরই বড় দায়িত্ব, NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলে ফিরছেন কবে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। গতকালই দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়।
কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই প্রশাসনিক পদ। নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। গতকালই দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়। তার আগে বৈঠক হয়েছিল অভিষেকের সঙ্গেও। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়।

উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরে সেখানেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খবর, বুধবার সেখানেই দেখা করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেকের সঙ্গে সেদিন কী কথা হয়েছে তা স্পষ্ট করে বলেননি কেউই। তারপরেই প্রশাসনিক পদ।
advertisement
advertisement
শুক্রবারই শোভনকে এই নিযুক্তির কথা সরকারি ভাবে জানানো হয়েছে। এত দিন এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার শোভনের তৃণমূলে ফেরা কি শুধু সময়ের অপেক্ষা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 6:07 PM IST