Sovan Chatterjee Divorce: ডিভোর্স মামলায় হাইকোর্টে হার রত্না চট্টোপাধ্যায়ের! হাসি শোভনের মুখে, ক্ষমাও চাইতে হল রত্নাকে! কার কাছে জানেন?

Last Updated:

Sovan Chatterjee Divorce: শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার জন্য কল্যাণের কাছে মেসেজে ক্ষমাও চেয়ে নেন রত্না।

রত্নার হার হাইকোর্টে!
রত্নার হার হাইকোর্টে!
কলকাতা: কলকাতা হাইকোর্টে হার রত্না চট্টোপাধ্যায়ের। ডিভোর্স মামলায় রত্নার আবেদন খারিজ। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আলিপুর আদালতে মামলার বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিল রত্না চট্টোপাধ্যায়।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিম্ন আদালতকে। সাক্ষী পর্বের পর ট্রায়াল হওয়ার কথা নিম্ন আদালতে। অনেক সাক্ষী এখনও দিতে চায় রত্না, সেই সুযোগ দেয়নি নিম্ন আদালত। তাই হাইকোর্টে বিচারপ্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রত্না। কিন্তু রত্নার আবেদন খারিজ হয়ে গেল।
শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার জন্য কল্যাণের কাছে মেসেজে ক্ষমাও চেয়ে নেন রত্না। তবে রত্না মেসেজে যে ভাষায় ক্ষমা চেয়েছেন, তাতে সন্তষ্ট নন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নি:শর্ত ক্ষমা চাইতে হবে দাবি আইনজীবীর। মেসেজ সংশোধনের জন্য সময় দিলেন বিচারপতি।
advertisement
advertisement
রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী রঞ্জন বাচোয়াত বলেন, পরবর্তীতে যাতে এই ধরনের মন্তব্য না করা হয় সেদিকে খেয়াল রাখবেন তিনি। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য পাল্টা জানিয়ে দেন, কোর্টের ভিতরে দু পক্ষের আইনজীবীরা সওয়াল জবাবের সময় অনেক কথাই বলেন। কিন্তু সেটা নিয়ে আদালতের বাইরে জলঘোলা করা কাম্য নয়। আমি আশা করি এই সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে দু পক্ষ। এতে আর আদালতের আলাদা করে মামলা শুনতে হবে না। এরপর ফের শুনানি শুরু হলে রত্না চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন বিচারপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee Divorce: ডিভোর্স মামলায় হাইকোর্টে হার রত্না চট্টোপাধ্যায়ের! হাসি শোভনের মুখে, ক্ষমাও চাইতে হল রত্নাকে! কার কাছে জানেন?
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement