হোম /খবর /কলকাতা /
বান্ধবী বৈশাখীর অপমান! প্রাক্তন স্ত্রীকে নিশানা করে এবার বিস্ফোরক শোভন

Sovan Chatterjee: বান্ধবী বৈশাখীর অপমান! স্ত্রীকে নিশানা করে এবার বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায়

বৈশাখী-শোভন-রত্না

বৈশাখী-শোভন-রত্না

Sovan Chatterjee: সোমবার শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল৷

  • Share this:

#কলকাতা:  স্ত্রীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য শোভন চট্টোপাধ্য়ায়ের৷ শোভনের বিবাহবিচ্ছেদ মামলায় সাক্ষ্য দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। এর আগে আদালতে হলফনামাও জমা দেন প্রাক্তন মেয়রের বান্ধবী। প্রত্যেক শুনানিতে আদালতে উপস্থিত থেকেছেন। তাঁর অভিযোগ, ‘‘আগের শুনানিতে রত্না চট্টোপাধ্যায়ের লোকজনের অসভ্যতার সীমা ছাড়িয়ে গিয়েছিল’’ রত্না অবশ্য এ সমস্ত কিছুই অস্বীকার করেছেন৷

শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল সোমবার ৷ আলিপুর আদালতে পুলিশি নিরাপত্তায় পৌঁছন শোভন, সঙ্গে অবশ্যই বৈশাখী। সেখানেই তিনি আগের শুনানির প্রসঙ্গ তুলে শোভন জানান তিনি  পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন, পুলিশ তা দিয়েছে৷ বৈশাখীকে সাক্ষ্য দিতে না দেওয়ার সমস্ত চেষ্টাই করেছিলেন রত্না, অভিযোগ শোভনের।

আরও পড়ুন: থমকে নিয়োগ প্রক্রিয়া! তদন্ত শেষ হবে কবে? CBI-কে চূড়ান্ত ভর্ৎসনা হাইকোর্টের

 ২০১৭ সালের নভেম্বর মাসেই স্ত্রী তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শোভন। তারপর থেকেই  চলছে আইনি লড়াই। এর মাঝে কখনও শোভন, কখনও রত্নাকে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছে। মুখ খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও। রঙ মেলানো পোশাক, প্রেম, রাজনীতি, যাঁদের নামের সঙ্গে একেবারে সমার্থক, তাঁরা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন আর বৈশাখী এখন অবিচ্ছেদ্য৷

এরআগেও বৈশাখী তিনি শোভন চট্টোপাধ্য়ায়ের হয়ে আদালতে সাক্ষ্য দেন। সূত্রের খবর, সেই সাক্ষ্য দেওয়ার সময় বিস্ফোরক কিছু তথ্য জমা দেন বৈশাখী। তার মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের পাঠানো কিছু হোয়াটস অ্যাপ মেসেজ, কিছু সাক্ষাৎকার, সিডি আকারে জমা দেওয়া হয়েছে। এই প্রথম নয়, রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন বৈশাখী।

Published by:Rachana Majumder
First published:

Tags: Baishakhi Banerjee, Sovan Chatterjee