নির্যাতিতাকে 'লুকিয়ে রাখার' অভিযোগ, পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের অর্চনা!
- Published by:Tias Banerjee
- Reported by:Susmita Mondal
কসবা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার অভিযোগ করেন, পুলিশ তাঁর তদন্তে সহায়তা করেনি এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দিয়েছে।
“সকাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোথাও প্রবেশ করতে দিচ্ছে না। চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে। গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে, অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছেন—ভিকটিম কোথায় আছেন, পুলিশ জানে না।”
মনোজিতের আর ছাড় নেই, ভয়ঙ্কর সেই ঘটনার সময় সঙ্গে কী ছিল তার? বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ
১৬ পাক সেনা নিহত! পাকিস্তানের কনভয়ের উপর এভাবে হামলা করেছে ভারত? বড় অভিযোগ! সত্যিটা কী?
“ভিকটিমের বাবার সঙ্গে কাল অন্তত পাঁচবার কথা হয়েছে। পরিবার আতঙ্কে রয়েছে। যারা মেডিকেল করিয়েছে, তারাও এখন জানে না ভিকটিম কোথায়! ভিকটিমের বাড়িতে তালা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত পদক্ষেপ।”
“ডিসি সাউথ বলছে, ভিকটিম কোথায় গেছেন, তাঁরা জানেন না। রাতের পর থেকেই কোনও খোঁজ নেই। ক্যামেরাও নতুন করে ভিতরে লাগানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভিকটিমের কথা যেন মানুষের কাছে না পৌঁছায়, সেই চেষ্টাই চলছে।”
“যার সঙ্গে দেখা করতে এসেছি, তাকে যদি সরিয়ে দেয়, তাহলে কোথায় যাবো? কার সঙ্গে কথা বলব? প্রশাসনই সব রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে।”