চার বাড়িতে তালা ভেঙে ঢুকে অভিযান পুরসভার, বাড়ি ফাঁকা রাখলে সাবধান!

Last Updated:

ইতিমধ্য়েই ২৩ নম্বর ওয়ার্ডে পুলিশকে নিয়ে চারটি পরিত্য়ক্ত বাড়ির তালা ভেঙে ঢুকল পুরসভার লোকজন

#কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার নয়া নিয়ম। পরিত্য়ক্ত বাড়ি, ফাঁকা জমি বা জলাশয়ের মালিক সাফাই না করলে পুরসভা দায়িত্ব নেবে সাফাইয়ের। কেন এত তৎপরতা? সম্প্রতি দক্ষিণ দমদমের ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে এক কিশোরের মৃত্যুর পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। তাই ইতিমধ্য়েই ২৩ নম্বর ওয়ার্ডে পুলিশকে নিয়ে চারটি পরিত্য়ক্ত বাড়ির তালা ভেঙে ঢুকল পুরসভার লোকজন। তার মধ্য়ে দু'টি বাড়ি থেকে মশার লার্ভা পাওয়া গিয়েছে।
রবিবার পুর ও নগরোন্নয়ন দফতরের এক কর্তা জলি চৌধুরী এবং ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ বারিক দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেই সঙ্গে তাঁরা ২৮ নম্বর ওয়ার্ডে এলাকা পরিদর্শনও করেন।
advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৈঠকে এই ডেঙ্গি অবস্থা উন্নত করার জন্য় বেশ কিছু ঠিক করা হয়েছে। পুরসভার মাতৃসদন এবং দক্ষিণদাঁড়ির হাসপাতালে বেড-সংখ্যা বাড়ানো হবে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া ও সাফাইয়ের কাজে জোর দেওয়া হবে। সকালের দিকে ১০ জন পুরকর্মীকে প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত তিন ঘণ্টা সাফাইয়ের কাজে নিযুক্ত করা হবে।
advertisement
বারবার নোটিশ দেওয়ার পরেও সাফাই করেনি বহু পরিত্য়ক্ত বাড়ির মালিক, তাই এইবার পুরসভা নিজেই দায়িত্ব নিয়ে করবেন কাজ। প্রসঙ্গত, সোমবার পর্যন্ত পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১১৮, অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ৪৩। পুর হাসপাতালে ভর্তি ২৪। চেয়ারম্য়ান পারিষদ সঞ্জয় দাসের কথায়, মশাবাহিত রোগ নিয়ে বৈঠক পরিকল্পনা করা হয়েছে, সচেতনতার প্রচারের কথাও বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চার বাড়িতে তালা ভেঙে ঢুকে অভিযান পুরসভার, বাড়ি ফাঁকা রাখলে সাবধান!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement