ডেঙ্গি মশার লার্ভা খুঁজে দিলেই পুরস্কার! ঘোষণা দক্ষিণ দমদমে

Last Updated:
#অনুপ চক্রবর্তী, কলকাতা: মশার লার্ভার খবর দিতে পারলেই মিলবে পুরস্কার। ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এমনই পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকমাস ধরেই দক্ষিণবঙ্গে ক্রমশ প্রকোপ বেড়েছে ডেঙ্গির। মৃত্যুও হয়েছে অনেকের। এর মধ্যে দক্ষিণ দমদম পুরসভার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে তিন জনের।
দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা একাধিক জায়গায় ডেঙ্গি সচেতনতা নিয়ে প্রচার চালিয়েছেন। তাতেও তেমন কিছু লাভ হয়নি। তাই ডেঙ্গি মশার লার্ভার সন্ধানে এবার কোমর বেঁধে নামতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও বাড়িতে ডেঙ্গির লার্ভার খবর দিতে পারলে মিলবে পুরস্কার। পাশাপাশি ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকায় মশার উপদ্রব কমানোর জন্য তেলও ছড়ানো হয়েছে।
advertisement
advertisement
দুই দিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমের নাগেরবাজার এলাকায় মৃত্যু হয়েছে মহিলার। তাঁর মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, প্রথমে ওই নার্সিংহোম থেকে বলা হয়েছিল যে ওই মহিলা লিভার সংক্রান্ত সমস্যা ভুগছেন। পরে বলা হচ্ছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন হয়ে যায় যে শেষে পুলিশ ডেকে আনতে হয় ওই নার্সিংহোমে।
advertisement
অক্টোবরেও ডেঙ্গি আক্রান্ত হয়ে দক্ষিণ দমদম পুরসভায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহুয়া রায় দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। কলকাতা এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। রিপোর্টে জানা যায়, ওই মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই মহিলার মৃত্যু হয়। এর আগে দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রেরও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গি মশার লার্ভা খুঁজে দিলেই পুরস্কার! ঘোষণা দক্ষিণ দমদমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement