‘আকাঙ্খাকে আমিই খুন করেছি’, আইনজীবীকে থামিয়ে দিয়ে স্বীকারোক্তি উদয়নের

Last Updated:

ভরা এজলাসে বলিউডি নাটক ৷

#বাঁকুড়া: ভরা এজলাসে বলিউডি নাটক ৷ খুনের অভিযুক্তকে আইনজীবীর বাঁচানোর শেষ প্রচেষ্টা ৷ কিন্তু সবই নিজে হাতে ভেস্তে দিলেন এ নাটকের মধ্যমণি ৷
‘আত্মঘাতী হয়েছিলেন আকাঙ্খা’, আইনজীবীর এহেন দাবিকে উড়িয়ে দিয়ে ভরা এজলাসে উদয়নের স্বীকারোক্তি,‘আমিই খুন করেছি আকাঙ্খাকে’ ৷
আটদিনের পুলিশ হেফাজত শেষে এদিন বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় আকাঙ্ক্ষা খুনে অভিযুক্ত উদয়নকে ৷ অভিযুক্তের আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায় তিন খুনে অভিযুক্তের স্বপক্ষে সওয়াল করে দাবি করেন, ‘খুন নয় আত্মঘাতী হয়েছেন আকাঙ্খা ৷’ আইনজীবীর কথা শেষ হতে না হতেই নাটকীয়ভাবে কথার মাঝপথেই তাঁকে থামিয়ে উদয়ন দাসের দৃঢ় স্বীকারোক্তি, ‘আত্মহত্যা নয়, আকাঙ্ক্ষাকে আমিই খুন করেছি ৷’
advertisement
advertisement
উদয়নের এমন বেপরোয়া মনোভাব মামলার প্রথম থেকেই ধরা পড়েছে ৷ পুলিশি জেরার মুখে সে নিজেই খুনের কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে কীভাবে খুন করেছে তাও বলে ৷ শুধু এই নয় ২০১১ সালে নিজের বাবা-মাকে খুন করে কোথায় পুঁতে রেখেছে তাও সে নিজেই দেখিয়ে দেয় ৷
এসবের পরও হার মানতে নারাজ উদয়নের আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ‘পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর উপর চাপ ৷ তার মানসিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ তার জেরেই এই মন্তব্য উদয়ন দাসের ৷ ওর মানসিক পরীক্ষা প্রয়োজন ৷’
advertisement
আগের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন আদালত চত্বর কার্যত মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তা বলয়ে । আদালত চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । আগের দিন উদয়নকে আদালতে তোলার সময় ব্যাপক বিক্ষোভ শুরু হয় । ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে । ভিড়ের মধ্য থেকে উদয়নের গাড়ি লক্ষ করে ইট পাটকেলও ছোঁড়া হয় । সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকেই সাবধানী ছিল পুলিশ।
advertisement
আগামিকাল বাঁকুড়া তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবে উদয়ন ৷ কাল সকালে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে উদয়নকে ৷ জবানবন্দি শেষে সিরিয়াল কিলার উদয়নকে ভোপাল পুলিশের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদনে আবেদনে শুনানি হবে বাঁকুড়া CJM আদালতে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আকাঙ্খাকে আমিই খুন করেছি’, আইনজীবীকে থামিয়ে দিয়ে স্বীকারোক্তি উদয়নের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement