সিন্ডিকেটের দাপটে ‘নিজভূমে পরবাসী’ কৃষকেরা হাজির নবান্নে
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিঁয়ারি সত্ত্বে কমছে না সিন্ডিকেটের দৌরাত্ম্য ৷
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিঁয়ারি সত্ত্বে কমছে না সিন্ডিকেটের দৌরাত্ম্য ৷ সিন্ডিকেটের দাদাগিরির অভিযোগ নিয়ে ফের নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কৃষকরা। বার্নপুরের শ্যামবাঁধের চার ‘অত্যাচারিত’ কৃষক সোমবার হাজির হলেন মমমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে ৷
- রাজারহাট-নিউটাউন, বীরভূম বা রাজ্যের অন্য কোনও প্রান্ত। নবান্নে এসে সিন্ডিকেটের দাদাগিরির অভিযোগ জানিয়েছেন অনেকেই। এবার রাজ্যের প্রশাসনিক দফতরে এসে, জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নিজভূমে পরবাসী হওয়ার অভিযোগ করলেন বার্নপুরের শ্যামবাঁধের চার কৃষক।
বার্নপুরের শ্যামবাঁধ এলাকার একদল কৃষকের অভিযোগ, গত পাঁচ-ছয় মাস আগে নবগণ্ডী, নরসিংবাঁধ ও বড়থলি মৌজার ১৮ বিঘা জমি দখল করে নিয়েছে সিন্ডিকেট। ঘটনার প্রতিবাদ করলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
চাষিদের দাবি, গত ২০১৪ সাল থেকেই ওই ১৮ বিঘা জমি দখলের চেষ্টা চালাচ্ছিল দুষ্কৃতীরা। তাঁদের দাবি, এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগও জানানো হয়েছে। খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটককেও অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তাতেও সুরাহা হয়নি।
advertisement
তাই এবার তাঁরা সটান অভিযোগ করেছেন নবান্নে। চাষিদের আরও অভিযোগ, ২০০ বিঘা সরকারি জমি হাতানোর চেষ্টা চালাচ্ছে ওই সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা বার্নপুরের চাষিদের।
এর আগে পাড়ুইয়ের এক যুবক, পেশায় কৃষক নবান্নে এসে চাষের জমিতে তোলাবাজি চালানোর অভিযোগ জানান ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2016 4:37 PM IST