Bengal News: মাটি থেকে ৩০-৩৫ ফুট উঁচুতে ঝুলছে দেহ...পচে গেছে অর্ধেক! আনন্দপুর মৎস্যকন্যা’ এলাকায় ভয়াবহ দৃশ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
মৃতদেহটি পচনধরা অবস্থায় ছিল, সে কারণে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কী ভাবে তাঁর মৃত্যু হল, অর্থাৎ, বিষয়টি আত্মহত্যা না খুন করে ওভাবে ঝোলানো হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকায়৷
কলকাতা: মাটি থেকে ৩০-৩৫ ফুট উঁচুতে গাছের ডাল থেকে ঝুলছে দেহ৷ পচে গন্ধ বেরতেও শুরু হয়ে গেছে৷ মৃতদেহের এমন অবস্থা, দেখে কিছুই বোঝার উপায় নেই৷ আনন্দপুর থানার অন্তর্গত ‘মৎস্যকন্যা’ এলাকায় একটি গাছের ডালে এই ভাবেই দেখা গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ৷
সোমবার বেলা ১২টা নাগাদ এলাকায় অত্যন্ত দুর্গন্ধ ছড়াতে স্থানীয়রা হঠাৎ গাছের ডালে মাটি থেকে অনেক উঁচুতে ওই দেহ ঝুলে থাকতে দেখেন৷ ততক্ষণে দেহটিতে পচন শুরু হয়ে গিয়েছে৷ স্থানীয়রা পুলিশে খবর দিতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছয়৷ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
মৃতদেহটি পচনধরা অবস্থায় ছিল, সে কারণে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কী ভাবে তাঁর মৃত্যু হল, অর্থাৎ, বিষয়টি আত্মহত্যা না খুন করে ওভাবে ঝোলানো হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকায়৷
advertisement
ইতিমধ্যেই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 25, 2025 10:04 PM IST
