#কলকাতা: শহরে এখনও উৎসবের আমেজ বহাল! সূচিত হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বলি-টলি তারকাদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মহারাজ বলেন, ‘আমন্ত্রণ জানানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বাংলা ছবির ১০০ বছরে সকলকে শুভেচ্ছা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন...তাঁদের জন্যই বাংলাকে চিনেছে বিশ্ব।
নেতাজি ইনডোরে আয়োজিত চলচ্চিত্র উৎসবের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট! রাখী গুলজার, মহেশ ভাট, কুমার সাহানি থেকে টলিউডের তারকারা... উপচে পড়েছে নেতাজি ইনডোর। ফিল্ম ফেস্টিভ্যালে যোগদানের জন্য শুক্রবার সকালেই যিশু সেনগুপ্তর সঙ্গে শহরে পৌঁছে গিয়েছিলেন পরিচালক মহেশ ভট্ট। এদিন বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন শাহরুখ, 'প্রিয় দিদি'র সঙ্গে নেতাজি ইন্ডোরে পা রাখেন 'চার্মিং ব্রাদার' শাহরুখ।