Sukanta Majumdar on Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতার শেরিফ করার দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Sukanta Majumdar on Sourav Ganguly: 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা উচিত ছিল। কিন্তু বাংলা সরকার না করলেও ত্রিপুরা সরকার তা করে দেখানোয় আমরা খুশি'। মন্তব্য সুকান্তর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতার শেরিফ করার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কথায়, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় একজন আইকন। তাঁকে নিয়ে বাংলা এবং বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সৌরভকে এব্যাপারে মর্যাদা দেয়নি। ত্রিপুরাতেও প্রচুর বাঙালি মানুষজন রয়েছেন। ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ হওয়ায় আমরা খুশি। আমরা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়ার জন্য।’’
সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, ‘‘ রাজ্য সরকারের কাছে আমি দাবি করছি যে, কলকাতার এই মুহূর্তে কোনও শেরিফ নেই। সৌরভকে অবিলম্বে শেরিফ করা হোক।’’ প্রসঙ্গত, বিজেপি শাসিত বাংলার প্রতিবেশি রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভের বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানেই সৌরভের সঙ্গে এই বিষয়ে কথা বলেন ও প্রস্তাব দেন। সৌরভ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী।
advertisement
advertisement
বেশ কিছু দিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ত্রিপুরা সরকারে তরফে। তবে কোনও সিদ্ধান্তের কথা এত দিন জানাননি সৌরভ। এদিন ত্রিপুরার মন্ত্রী সৌরভের সঙ্গে কথা বলার পরই বিষয়টি চূড়ান্ত হয়। ত্রিপুরার পর্যটনমন্ত্রী জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে সৌরভের সঙ্গে কথা হয়েছে। আগামী মাসেই এই কাজ শুরু হয়ে যাবে। সবটা চূড়ান্ত হলেই সৌরভ আগরতলা যাবেন। সেখানে থেকেই শ্যুটিং করবেন তিনি’। কয়েক দিনের মধ্যেই সৌরভের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। তারপরেই ত্রিপুরা যাবেন সৌরভ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 6:51 AM IST