Sound Pollution: রাস্তায় বেরোলে আর ‘প্যাঁকপ্যাঁক’ শোনা যায় না, রবার হর্ন না লাগিয়ে বাড়ছে দূষণ

Last Updated:

Sound Pollution: রাবার বল হর্ন উঠে যাওয়ার ফলে, শব্দ দূষণ বেড়েছে দ্রুত গতিতে

বেশির ভাগ ওই হর্ন বানানোর কারখানা উঠে গেছে
বেশির ভাগ ওই হর্ন বানানোর কারখানা উঠে গেছে
কলকাতা:  ‘বাবু সামঝো ইশারে, হর্ন পুকারে’- অশোক কুমার, কিশোর কুমারের সুপারহিট গান৷ হ্যাঁ সেই প্যাঁকপ্যাঁকে শব্দওয়ালা হর্ন আর নেই৷ এখন সেই হর্নের প্যা -পুঁ শব্দ শুনতে পান? ওই হর্ন এখন কদাচিৎ পাওয়া যায়।বেশির ভাগ ওই হর্ন বানানোর কারখানা উঠে গেছে।  বেলেঘাটা,বেহালা -এই সমস্ত এলাকাতে রাবার বল হর্ন বানানোর বেশ কয়েকটি কারখানা ছিল।রাস্তার মোড়ে মোড়ে সাইকেল রিকশা ভ্যান সারাইয়ের দোকানও ছিল। দোকানগুলোতে এই হর্ন বিক্রি ছিল বেশ ভালই।
গড়িয়া এলাকার একটি সাইকেল মেরামতের দোকানে গিয়ে হর্ন কিনতে চাইলে,তিনি সমস্ত মালপত্রের পেছন থেকে একটা পলিথিনের মধ্যে গোটা তিনেক হর্ন বের করে দেখান।কেন এত কম? প্রশ্নের উত্তরে তিনি বলেন,এই হর্ন সেরকম আর চলে না। এখন প্যাডেল রিকশা, ভ্যান অনেক কমে গেছে। যার ফলে ওই হর্ন কেউ ব্যবহার করে না।
advertisement
advertisement
লরিচালক সতনাম সিং তিনি বললেন,আগে লরি কিংবা বাসে রাবার বল হর্ন ব্যবহার হত। সে সময় ইলেকট্রিক হর্ন বাজালে নাকি পুলিশ ধরপাকর করত। সতনামের কথা অনুযায়ি ,কুড়ি বছরের আগে যে গাড়ি ছিল,এখন সেই গাড়ির ইঞ্জিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু বদলে গেছে।
সৌখিনতার জন্য কেউ রবার হর্ন ব্যবহার করেনা। সৌখিনতার জন্য কেউ রবার হর্ন ব্যবহার করেনা।
advertisement
গাড়ির গতি বেড়েছে। রাস্তা চওড়া হয়েছে। যার জন্য বিশেষ কোনও কারণ ছাড়া যানজট হয় না। সৌখিনতার জন্য কেউ রবার হর্ন ব্যবহার করেনা।
এখনও বেলেঘাটায়, রাবার বল তৈরি করেন প্রকাশ দাস।সেই কারখানা তৈরি করেছিলেন তার ঠাকুরদা।তার কথায়,আগে যে পরিমাণে রাবার বল তৈরি হত।এখন তা ১০থেকে ১৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। তাই তিনি জীবিকার তাগিদেয় ওটার পাশে অন্য সামগ্রী বানাচ্ছেন।তার কথায় রাবার বল হর্ন একটি ঐতিহ্য বজায় রাখে। শব্দ দূষণ কমায়।কুড়ি বছরের মধ্যে যেভাবে এই রাবার বল হর্ন উধাও হয়ে গেছে।
advertisement
যার কুফল হিসেবে রাস্তায় দাঁড়ালেই টের পাওয়া যায় মোটর ভ্যান,রিক্সা ,বাইক গাড়ির সিটি থেকে কতটা শব্দ দূষণ হচ্ছে! এই শব্দ দূষণ নিয়ে পরিবহন দফতর ইতিমধ্যে কাজকর্ম শুরু করেছে। বিশেষজ্ঞদের দাবি,শব্দ দূষণ কমাতে যেরকম ইলেকট্রিক গাড়ির প্রয়োজন রয়েছে,সঙ্গে রাবার বল হর্ন যদি ফেরত আসে। তাহলে নিয়ন্ত্রণে আসবে শব্দ দূষণ।
Shanku Santra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sound Pollution: রাস্তায় বেরোলে আর ‘প্যাঁকপ্যাঁক’ শোনা যায় না, রবার হর্ন না লাগিয়ে বাড়ছে দূষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement