Pak Spy Youtuber in Kolkata: রেকি করতেই কলকাতায় পাক গুপ্তচর জ্যোতি? কোথায় কোথায় গিয়েছিলেন? বাঙালি ইউটিউবারের বিস্ফোরক মন্তব্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Pak Spy Youtuber in Kolkata: জ্যোতি রানি মালহোত্রার এবারে কলকাতা যোগ। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ইউটিউবার জ্যোতি রানি মলহোত্রা ৩ মাস আগেই কলকাতায় এসেছিলেন।
কলকাতাঃ জ্যোতি রানি মালহোত্রার এবারে কলকাতা যোগ। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ইউটিউবার জ্যোতি রানি মলহোত্রা ৩ মাস আগেই কলকাতায় এসেছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন তিনি? গতিবিধি কী ছিল? কলকাতায় তাঁর সফরসঙ্গী ছিলেন বাঙালি ইউটিউবার সৌমিত ভট্টাচার্য।
৬ তারিখে ইউটিউবার কমিউনিটির একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে যোগ দিতে কলকাতায় আসেন সৌমিত। কলকাতার বিরিয়ানি ফেমাস বলে ব্যারাকপুরের একটি অভিজাত দোকানে খেতে যান। এরপর শিয়ালদহে দেখা করেন জ্যোতির সঙ্গে। সেখান থেকে শেওড়াফুলি স্টেশন যান এবং ঘাট পেরিয়ে পৌঁছে যান লিলুয়ার বিয়ে বাড়িতে।
আরও পড়ুনঃ জ্যোতির সঙ্গে পুরীর মন্দির, বিচে ছবি! প্রিয়াঙ্কাও পাক গুপ্তচর? পাচার করতেন জরুরি নথি, ছবি? ইন্টেলিজেন্সের র্যাডারে ইউটিউবার
সৌমিত জানিয়েছেন, টোটো করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে এসেছেন তাঁরা। সেই সময় ছবি, ভিডিও নেন জ্যোতি, তা শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সৌমিতের দাবি, সেইসব কাজের সময় তা চোখ এড়িয়ে যায়। এরপর সেদিনই মুম্বই ফিরে যান তিনি, জ্যোতি ফ্লাইটে দিল্লি চলে যান। তাঁর দাবি, এয়ারপোর্ট যাওয়া পর্যন্তই একসঙ্গে ছিলাম। রাম মন্দির উদ্বোধনের দিন পরিচয় হয়, এক বছর একে-অপরকে চিনি।
advertisement
advertisement
সৌমিত আরও বলেন, পাক চর বিষয়টা সামনে আসার নিজেই চমকে গিয়েছি। আমি নিজেও মনে করার চেষ্টা করছি কোনও কথোপকথন, যা সন্দেহজনক যদি এরকম কিছু মনে পড়ে কিনা। যদি মনে করতে পারি আমি নিশ্চয়ই তদন্তকারী আধিকারিকদের কাছে তুলে ধরব। পাকিস্তানে যাওয়া নিয়ে বলেছিল পিলগ্রিম ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল। ১১ মে আমাকে মেসেজ করেছিল শেষ কথা সেই দিনই হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 3:18 PM IST