ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট, ৪২ আসনের প্রার্থী তালিকা নিয়ে দিল্লির দরবারে সোমেন মিত্র

Last Updated:
#কলকাতা: ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সিপিএম তাদের যোগ্য সম্মান দেয়নি। তাই তারা বিয়াল্লিশ আসনে প্রার্থী দিয়ে একলাই লড়বে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে সোমেন মিত্র।
শেষ চেষ্টা করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। রবিবারও সমঝোতার বার্তা দেন।
সিপিএম রাজ্য সম্পাদকের আবেদনেও কাজ হল না। ২০১৬ সালে বাম ও কংগ্রেস জোট বেঁধে এ রাজ্যে ভোটে লড়েছিল। এবার লোকসভা ভোটেও দুই শিবিরের আসন সমঝোতার আলোচনা চলছিল অনেক দিন ধরেই। রাহুল-সীতারামের বৈঠকে ঠিক হয়েছিল, সিপিএম ও কংগ্রেসের জেতা আসনে অন্য দল প্রার্থী দেবে না। অন্য আসনগুলির জন্য রফাসূত্র বের করা হবে। কিন্তু, কংগ্রেসের দাবি, এ নিয়ে চূড়ান্ত হওয়ার আগেই একতরফা ভাবে ২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট।
advertisement
advertisement
এমনকি কংগ্রেসের চিকিৎসক সেলের চেয়ারম্যান রেজাউল করিমের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বামফ্রন্ট।
এতেই বেজায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার তাদের নির্বাচন কমিটির বৈঠক হয়। সেখানে সিংহভাগ নেতাই জোটের বিরুদ্ধে মত দেন। তাঁদের অভিযোগ, সমঝোতার ন্যূনতম নীতিও মানেনি বামেরা। কংগ্রেসকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। রবিবার, কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকেও একই সুর।
advertisement
প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, বাংলায় একলা চলোর পক্ষে দলের হাইকম্যান্ডের সবুজ সংকেতও মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট, ৪২ আসনের প্রার্থী তালিকা নিয়ে দিল্লির দরবারে সোমেন মিত্র
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement