বাবাকে জেল থেকে বের করে আনতে হাইকোর্টের নির্দেশ জাল, সিআইডি-র জালে ছেলে!
- Published by:Debamoy Ghosh
- Reported by:Amit Sarkar
Last Updated:
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে কান্দি থানায় অভিযোগ করা হয়। তদন্তে নেমে এই ঘটনার নেপথ্যে কারা, শুরু হয় খোঁজ।
কলকাতা: হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত বন্দির জামিনের ঘটনায় সিআইডির জালে ১। একই সঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি । সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন তারই ছেলে লাবু শেখ। এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিলেন লাবু। এমনই চাঞ্চল্যকর দাবি সিআইডির।
শনিবার সন্ধ্যায় বহরমপুর থেকে লাবু শেখকে গ্রেফতার করল সিআইডি। যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লালু শেখ। নজরে এক আইনজীবী, তাঁঁরও খোঁজ করছে সিআইডি। উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে হাইকোর্টের নথি জাল (জামিনের নির্দেশ) করে তা কান্দি আদালতে পেশ করা হয়। সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে। পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি ভুয়ো। বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্ত করবে সিআইডি।
advertisement
advertisement
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে কান্দি থানায় অভিযোগ করা হয়। তদন্তে নেমে এই ঘটনার নেপথ্যে কারা, শুরু হয় খোঁজ। কান্দি আদালতে গিয়েও খোঁজ নেয় সিআইডি। ২০১৫ সালে ভরতপুর আশরফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লালুকে। ২০১৮ সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। ২০২১ সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ লালুর বিরুদ্ধে।
advertisement
ইতিমধ্যে হাইকোর্টের তরফে ১৬ অক্টোবরের মধ্যে লালু শেখকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে আদালত । একই সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়েও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। লালুর ছেলে লাবুকে গ্রেফতার করে জেরা শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, লাবুকে এই নথি জাল করতে সাহায্য করেছিলেন এক আইনজীবী। তাঁর খোঁজ শুরু হয়েছে। সিআইডি সূত্রে দাবি, ওই আইনজীবী কেন এমন করলেন? কোনও টাকার লেনদেন হয়েছিল কি না তা জানতে চাইছে তদন্তকারী সংস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 5:34 AM IST