#কলকাতা: প্রাথমিক টেটের জন্য কাল থেকেই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদন করা যাবে দুটি ওয়েবসাইটে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ৩০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ। সেই লক্ষ্যে টেটের আবেদনপত্র জমা নেওয়ার দিন ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্ধারিত দিন অর্থাৎ ১০ অক্টোবর মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদনপত্র গ্রহণ ৷ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত ৷
টেট পরীক্ষায় বসতে আবেদন করা যাবে www.wbbpe.org ও www.wbsed.gov.in এই দুই ওয়েবসাইটে ৷ আবেদনপত্র পূরণের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন-
আবেদনপত্র জমা নেওয়ার পর, টেটের দিন ঘোষণা হবে বলে জানিয়েছে পর্ষদ। প্রাথমিকে শূন্য পদের সংখ্যা কত, তা পর্ষদের তরফে এখনও জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, ২০১৫ ও ১৬ সালে যে পদ শূন্য হয়েছে তার সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই টেট সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের লক্ষ্য, ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Primary Teachers, Primary Teachers Application, Primary Teachers Appointment, Primary TET