#কলকাতা: লক্ষ্য চব্বিশ। লোকসভা ভোটে বাংলায় বিজেপি-র বিশেষ নজরে ১৯টি লোকসভা কেন্দ্র। এই আসনগুলিতে শক্তিবৃদ্ধিতে এখন থেকেই মাঠে বিজেপি। হাতিয়ার জনসংযোগ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে তিনদিনের বঙ্গ সফরে রবিবার কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাওড়া। হাওড়ায় টানা সাংগঠনিক বৈঠক করছেন তিনি।
আরও পড়ুন North Bengal News: সোমবার আসছেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার জিটিএর শপথ, সেজে উঠছে শৈলশহর!রবিবারের পর আজ, সোমবারও হাওড়াতেই তাঁর সাংগঠনিক বৈঠক ও 'প্রবাস' জনসংযোগ কর্মসূচি রয়েছে। টার্গেট চব্বিশ, লোকসভার মহারণ। এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি। ১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি। এবার তাঁদের বিশেষ নজরে আরও ১৯টি কেন্দ্র।গত লোকসভা ভোটে জেতা আসনগুলির পাশাপাশি এই ১৯টি কেন্দ্রে বিশেষ নজর দেবে বিজেপি। কোন ১৯ টি কেন্দ্রে বিশেষ নজর? বিজেপি সূত্রের খবর, যে আসনগুলিতে বিজেপি গত লোকসভা নির্বাচনে কম ব্যবধানে হেরেছিল। পাশাপাশি জয়ের সম্ভাবনা থাকলেও পরাজিত হন বিজেপি প্রার্থীরা। অথবা জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ছিল বিজেপি।এমন ১৯টি আসনে প্রথম পর্যায়ে বিজেপির বিশেষ নজর। সেই লোকসভা কেন্দ্রের তালিকায় রয়েছে হাওড়া জেলাও। হাওড়ার ডুমুরজলা এলাকায় মন্ডল স্তরের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন।
বিজেপি সূত্রের খবর ,২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বুথ ও মন্ডল কর্মীদেরকে চাঙ্গা করার উদ্দেশ্যেই তিনি বৈঠকে করেন। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যে সকল বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন বৈঠকে তাঁদের পাশে থাকার বার্তা দেন স্মৃতি ইরানি। এছাড়াও ২০২৪ এর লোকসভার ভোটকে মাথায় রেখে বুথ ও মণ্ডল স্তরের সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তা নিয়েও দফায় দফায় সাংগঠনিক বৈঠকে আলোচনা করা হয় বলে খবর।
আরও পড়ুন Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ'বাংলায় এসে রাম রাজ্যের কল্পনাই প্রার্থনা করে গেলাম'। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রবিবার সন্ধ্যায় হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন স্মৃতি ইরানি। তিনি বলেন,'আজ রাম মন্দিরে পুজো দিয়ে রাম রাজ্যের কল্পনা ও প্রত্যেকটি বাংলার মানুষের সঙ্গে ন্যায় ও কল্যাণের প্রার্থনা করলাম। বাংলার প্রত্যেক পরিবারের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি চেয়েছি। বাংলার প্রত্যেক পরিবার সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করেছি'। আজ, সোমবার ফের হাওড়া জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে স্মৃতি ইরানির। বিকেলে হাওড়া ময়দানে তাঁর হাত ধরেই মেট্রো রেলের উদ্বোধন হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Smriti Irani