Viral: Smart Didi Nandini | এ কী কাণ্ড! প্রেমিকের সঙ্গে বিছানায় শুয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন স্মার্টদিদি নন্দিনী... আদর-খুনসুটির ভিডিও দেখে নেটপাড়ায় বিরাট শোরগোল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Viral: Smart Didi Nandini | আসলে এদিন ছিল তাঁর প্রেমিকের জন্মদিন। তাই বার্থডে উইশ হিসাবেই এটি পোস্ট করেছেন তিনি।
advertisement
কলকাতা: অফিসপাড়ায় তাঁকে চেনেন না এমন মানুষ নেই। তিনি নন্দিনী গঙ্গোপাধ্যায়। কলকাতার অফিস পাড়া ডালহৌসিতে ভাতের হোটেল চালান তিনি। তাঁকে ঘিরে সারাদিন ইউটিউবারদের ভিড়। সেই নন্দিনী আবার বিয়ে করছেন বলেও শোনা যাচ্ছে। তাঁর সিনেমার খবর তো সবার জানা। এবার তিনি শিরোনামে এলেন সম্পূর্ণ আলাদা কারণে।
advertisement
অনেকদিন আগেই শোনা গিয়েছিল বিয়ে করছেন। এবার হবু বর তথা প্রেমিকের সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেন নন্দিনীদি। বিছানায় শুয়ে হবু বরের সঙ্গে খুনসুটিতে মগ্ন নন্দিনী। আসলে এদিন ছিল তাঁর প্রেমিকের জন্মদিন। তাই বার্থডে উইশ হিসাবেই এটি পোস্ট করেছেন তিনি।
advertisement
advertisement
সম্প্রতি জানা যাচ্ছে, ডালহৌসিতে তাঁর দোকান বন্ধ হলেও তিনি নতুন শাখা নিয়ে ফিরছেন উত্তর কলকাতায়। এই বিষয়ে তিনি বলেন, ‘যা রটেছে সেরকমটা একদমই ঘটছে না। এমনিতেও এই লড়াইটা আজকের না। এটা শেষ ৩-৪ বছরের লড়াই। হুট করে বলল চলে যাও, আর চলে যাওয়া তো যায় না।’
advertisement
হোটেল বন্ধ প্রসঙ্গে নন্দিনীর জবাব, ‘আমি প্রথম থেকে বলেছি এটা আমার স্থায়ী ঠিকানা নয়। এখানে আমি ভাড়া নিয়ে কাজ করেছি। হ্যাঁ আগে হলে আমি হয়তো চাকরি জীবনে ফেরত যেতাম। এখন আর চাকরি জীবনে ফিরব না। আরেকটা কিছু শুরু করব। অবশ্য আরেকটা নয়, আরও বহু। তবে রেস্তোরাঁ নয়, পাইস হোটেলই খুলব।’ যা জানা যাচ্ছে, তা হল, উত্তর কলকাতায় এবং নিউ টাউনে, অর্থাৎ মোট দুটো শাখা আসতে চলেছে তার হোটেলের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 12:07 PM IST