এ আর রহমানের ব্যান্ড মাস্টার শিবমণি , বাজাবেন কলকাতার পুজোয় ঢাক

Last Updated:
Photo Collected
Photo Collected
#কলকাতা: কলকাতার পুজোয় বাজবে শিবমণির ঢাক ৷ এক সময়ের নিয়মিত এ আর রহমানের সঙ্গী শিবমণির ঢাকের আওয়াজ শুনু মুগ্ধ হননি এমন মানুষ কমই আছেন ৷ তাঁর ঢাকের আওয়াজে কোমর দুলবে, পায়ে তাল পড়বেই ৷ সেই শিবমণি হাজির কলকাতার পুজোয় ৷ সঙ্গে অবশ্যই তাঁর ঢাক ৷ সেই ঢাকের তালে মন নেচে উঠবে খুশিতে ৷ আট থেকে আশি, আনন্দ সামিল হবেন সবাই ৷
এমনই আশা করছেন অর্জুনপুরের পুজো উদ্যোগতারা ৷ সেখানে তালতলা আমরা সবাই ক্লাবের পুজোয় থাকছে একের পর এক চমক ৷ শিবমণির কথা তো আগেই জানালাম ৷ শুধু যে শিবমণি নন, তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিতে তৈরি পন্ডিত সুভেন চ্যাট্টোপাধ্যায় ৷ দুই দক্ষ বাদকের যুগলবন্দিতে সুরের শ্রোতে ভাসবে গোটা অর্জুনপুর ৷WhatsApp Image 2018-09-15 at 3.00.34 PM
advertisement
advertisement
এবছর এই পুজোর থিম নাদ ৷ সংস্কৃতে না অর্থাৎ বিশেষ বল ৷ দ অর্থাৎ আগুন ৷ সৃষ্টির আদি এই নাদ আবার শঙ্খের আধার ৷ যেকোন শুভ সূচনায় শঙ্খধ্বনিই  হয়ে ওঠে প্রধান ৷ সেই শঙ্খই হয়ে উঠছে অর্জুনপুর শারদীয়ার থিম ৷ স্বনামধন্য শিল্পী ভবতোষ সুতারের চিন্তাভাবনায় সেজে উঠছে মন্ডপ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এ আর রহমানের ব্যান্ড মাস্টার শিবমণি , বাজাবেন কলকাতার পুজোয় ঢাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement