Sitaram Yechuri furious with Bengal CPIM: কেন্দ্রীয় কমিটির পরামর্শে কান না দিয়েই রাজ্যে শূন্য, ইয়েচুরির রোষের মুখে বঙ্গ সিপিএমের নেতারা

Last Updated:

রাজ্যে দলের বিপর্যয়ের পর্যালোচনা করতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির রিভিউ নোটেও কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধে সংযুক্ত মোর্চা গঠনের সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন তোলা হয়েছে (Sitaram Yechuri furious with Bengal CPIM)৷

#কলকাতা: কেন্দ্রীয় নেতৃত্বের তৈরি করে দেওয়া রণনীতিকে গুরুত্ব না দিয়েই নির্বাচনী লড়াইতে নামায় বঙ্গ সিপিএম নেতৃত্বের উপরে ক্ষোভ উগরে দিলেন সীতারাম ইয়েচুরি৷ দলের রাজ্য কমিটির দু' দিনের বৈঠকে যোগ দিয়ে রাজ্য নেতাদের উপরে সিপিএম সাধারণ সম্পাদক নিজের অসন্তোষ স্পষ্ট করে দিয়েছেন বলেই খবর৷ এ দিন কলকাতায় সাংবাদিকদের সামনেও দলের রাজ্য নেতৃত্বের রণকৌশলের সমালোচনাই শোনা গিয়েছে ইয়েচুরির গলায়৷
গোটা দেশেই বিজেপি-কে নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে সিপিএম৷ ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও৷ বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে তৃণমূল সহ বিরোধী দলগুলির সঙ্গেও হাত মেলানোয় আপত্তি নেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের৷ যদিও পশ্চিমবঙ্গে বিজেপি-র মতোই তৃণমূলের বিরুদ্ধেও কঠিন লড়াই ছিল সিপিএম সহ বাম দলগুলির৷ কিন্তু এ রাজ্যের নেতারা বিজেপি এবং তৃণমূলকে একই পংক্তিতে বসিয়ে নির্বাচনের সময় আক্রমণ শানিয়েছিলেন৷ সেটাই ছিল এ রাজ্যে দলের রণকৌশল৷ কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট বাঁধলেও এই রণকৌশল থেকে সরে আসেনি সিপিএম৷ দলের কেন্দ্রীয় কমিটি মনে করছে, বিজেপি-র সঙ্গে তৃণমূলকে একই আসনে বসিয়ে আক্রমণ করাতেই পশ্চিমবঙ্গে বিপর্যয় ঘটেছে দলের৷ রাজ্য বিধানসভায় শূন্যে নেমে আসতে হয়েছে সিপিএম সহ বাম দলগুলিকে৷ আর সেই কারণেই দলের রাজ্য নেতাদের কাঠগড়ায় তুলছেন সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, দলের কেন্দ্রীয় কমিটির পরামর্শ উপেক্ষা করে যেভাবে নিজেদের মতো করে দলের রাজ্য নেতারা রণকৌশল তৈরি করেছিলেন, এ দিন রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সীতারাম ইয়েচুরি৷ দলের শেষ পার্টি কংগ্রেস রণকৌশলগত যে নীতি নির্ধারণ করা হয়েছিল, রাজ্য নেতারা তা অনুসরণ করেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন সিপিএমের সাধারণ সম্পাদক৷
advertisement
রাজ্যে দলের বিপর্যয়ের পর্যালোচনা করতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির রিভিউ নোটেও কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধে সংযুক্ত মোর্চা গঠনের সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন তোলা হয়েছে৷ লেখা হয়েছে, 'তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করতে অন্যদের সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত নিয়েছিল দল৷ কিন্তু পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চার নামে কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতার করে বিকল্প সরকার গঠনের ডাক দিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করে প্রচার করা হয়৷ যা দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে মানানসই ছিল না এবং ভুল ছিল৷ '
advertisement
advertisement
এ দিন কলকাতায় সীতারাম ইয়েচুরিও বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-কে হারানোই তাঁদের মূল লক্ষ্য৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পার্টি কংগ্রেসে গৃহীত দলের রাজনৈতিক লাইন অনুযায়ী আমাদের প্রথম লক্ষ্য বিজেপি-কে হারানো৷ এটা নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই৷ বিজেমূলের মতো শব্দবন্ধ ব্যবহার করে তৃণমূল এবং বিজেপি-কে সমান্তরাল ভাবে আক্রমণ করার নীতি যে ভুল ছিল, তা আমরা স্বীকার করেছি৷ কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, বিশেষ পরিস্থিতিতেই এই কৌশল নেওয়া হয়েছিল৷'
advertisement
রাজ্যে দলের বিপর্যয়ের জন্য যে রাজ্য নেতারা কেন্দ্রীয় কমিটির রোষের মুখে পড়বেন, তা প্রত্যাশিতই ছিল৷ এ দিন রাজ্য কমিটির বৈঠকের পর সিপিএমের রাজ্য নেতাদের উপরে চাপ আরও বাড়ল৷ কারণ কীভাবে রাজ্যে এই বিপর্যয় কাটিয়ে ওঠা যায়, সেই পথ খুঁজে বের করার দায়ও এখন তাঁদের উপরেই৷
সৌগত মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sitaram Yechuri furious with Bengal CPIM: কেন্দ্রীয় কমিটির পরামর্শে কান না দিয়েই রাজ্যে শূন্য, ইয়েচুরির রোষের মুখে বঙ্গ সিপিএমের নেতারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement