অতিরিক্ত সাত দিন সময়ে কী কী করতে হবে? SIR নিয়ে জেলাশাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
SIR In West Bengal: ২ ডিসেম্বরের পর থেকে প্রতিদিনের ফর্ম প্রতিদিন আপলোড করে দিতে হবে। ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নিলে বিএলও অ্যাপে সেগুলি ‘আনকালেকটেবেল’ হিসেবে দেখানো হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ২ ডিসেম্বরের পর থেকে যে এসআইআর ফর্মগুলি আসবে সেগুলি সেদিনই আপলোড করতে হবে। আরও ৭ দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন এনামুরেশন ফর্ম আপলোড ও ডিজিটাইজ করার জন্য ৷ সেক্ষেত্রে ২ ডিসেম্বরের পর থেকে প্রতিদিনের ফর্ম প্রতিদিন আপলোড করে দিতে হবে। ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নিলে বিএলও অ্যাপে সেগুলি ‘আনকালেকটেবেল’ হিসেবে দেখানো হবে।
২ ডিসেম্বরের আগে যে সমস্ত এসআইআর ফর্ম বুথ লেভেল অফিসারদের কাছে পড়ে থাকবে সেগুলি ২ ডিসেম্বরের মধ্যেই আপলোড করে দিতে হবে। জেলায় জেলায় এমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বলে কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
এদিকে ভুয়ো ভোটার ধরতে AI ব্যবহার করবে নির্বাচন কমিশন। এআই-এর ছাঁকনিতে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ওই সূত্রের দাবি, এর মাধ্যমে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। গত সপ্তাহে পর পর দু’দিন এসআইআর সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত। সেখানে এসআইআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ভিরা। শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2025 10:57 AM IST







