SIR in Bengal: আগামিকাল থেকে এনুমারেশন ফর্ম বিলি, তার আগেই জরুরি বৈঠকে কমিশন!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SIR in Bengal: বিকেল পাঁচটা থেকে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে জরুরি বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
কলকাতাঃ বিকেল পাঁচটা থেকে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে জরুরি বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
আরও পড়ুনঃ ভিটামিন D খাওয়ার সঠিক সময় জানেন? ডাক্তারের টিপস মানলেই বাড়বে হাড়ের শক্তি ও ইমিউনিটি!
কাল থেকেই বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করবেন বুথ লেভেল অফিসাররা এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম নিয়ে। তার আগেই এই জরুরি বৈঠক সিইও দফতরে। বুথ লেভেল অফিসাররা কি অন ডিউটি পাবেন কি পাবেন না?
advertisement
advertisement
স্পষ্ট করা হতে পারে বিকেল পাঁচটার বৈঠকে। সব জেলায় কি পর্যাপ্ত গণনা ফর্ম ছাপা হয়েছে? তা নিয়ে প্রত্যেকটি জেলার জেলাশাসক তথা ডিসট্রিক ইলেকশন অফিসার থেকে রিপোর্ট নেবেন সিইও দফতর। কাল থেকে কীভাবে জেলায় জেলায় কাজ হবে এসআইআর নিয়ে? গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে বিকেল পাঁচটার বৈঠকে জেলা শাসকদের বলেই কমিশন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 1:52 PM IST

