সিঁথি থানায় হেফাজতে মৃতের পোস্টমর্টেমে চাঞ্চল্যকর তথ্য, এই সব জায়গায় করা হয়েছিল আঘাত

Last Updated:

বাঁ হাতের কনুই এবং মাথায় আঘাতের চিহ্ন সামনে এসেছে।

#কলকাতা: ১০ ফেব্রুয়ারি সিঁথি থানার হেফাজতে মৃত্যু হয় রাজকুমার সাউয়ের। সিঁথি থানা থেকে আর জি কর হাসপাতালে রাজকুমারকে নিয়ে যাওয়া হলে ব্রড ডেথ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্বাভাবিক মৃত্যু নিয়ে ১১ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক উত্তম বসাক। ওইদিন প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলায় নির্দেশ দেয়, ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করার। পাশাপাশি রাজকুমার সাউয়ের ময়নাতদন্তের রিপোর্টও পেশ করতে নির্দেশ দেয় আদালত।
হাইকোর্টের নির্দেশ মেনে রিপোর্ট পেশ হয়েছে। তাতে সংযুক্ত করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টও। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ বলা হয়েছে হৃদরোগ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে রাজকুমারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন উল্লেখ করা হয়েছে। বাঁ হাতের কনুই এবং মাথায় আঘাতের চিহ্ন সামনে এসেছে। স্পষ্ট কালশিটে দাগ দুই জায়গায় লক্ষ্য করা গেছে ময়নাতদন্তের সময়।
১১ ফেব্রুয়ারি দুপুরে ময়নাতদন্ত হয়। ১০ ফেব্রুয়ারি দুপুর থেকে ১১ ফেব্রুয়ারি দুপুর মধ্যে আঘাত হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্ট জানাচ্ছে। রাজকুমারের পরিবারের অভিযোগ ছিল, জিজ্ঞাসাবাদের নামে থানায় মানসিক এবং শারীরিক নির্যাতন চালানোর। আর সেই চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, "ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট থানায় নির্যাতনের ঘটনা। কলকাতা পুলিশের ওপর আর ভরসা নেই। আদালতের কাছে আমরা এবার সিবিআই তদন্তের আবেদন রাখবো।"
advertisement
advertisement
মৃত রাজকুমারের পরিবার আলাদা করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে। খুনের মামলা রুজু করে তদন্ত চেয়েছে তারা। পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায় জানান, "পরিবার অনেকবার অনুনয়-বিনয় করেও পুলিশের কাছ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পায়নি। এই ময়নাতদন্ত রিপোর্ট তাদের খুনের যুক্তিকে আরও জোড়ালো করল।"
সিঁথি থানার হেফাজতে মৃত্যু নিয়ে রিপোর্ট রাজ্য মানবাধিকার কমিশনেও জমা পড়েছে। ইতিমধ্যে হেফাজতে মৃত্যু নিয়ে বিচারবিভাগীয় অনুসন্ধান শুরু করেছে রাজ্য।
advertisement
তবে ঘটনার পর প্রত্যক্ষদর্শী আশুরা বিবি'র বয়ান কার্যত হুবহু মিলে গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।
ARNAB HAZRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিঁথি থানায় হেফাজতে মৃতের পোস্টমর্টেমে চাঞ্চল্যকর তথ্য, এই সব জায়গায় করা হয়েছিল আঘাত
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement