'টাকা লাগলে আমি দেব' পানীয় জল সংকটে সরব শিলিগুড়ির বিধায়ক শঙ্কর, পাল্টা অরূপের!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Siliguri drinking water crisis- পানীয় জলের সমস্যা বাড়ছে। এলাকায় বহু কুয়ো রয়েছে। কিন্তু সেগুলো করপোরেশন পরিষ্কার করছে না। এর আগে ২০ দিন দূষিত পানীয় জল পেয়েছে শিলিগুড়ি।
শিলিগুড়ি: পানীয় জলের অভাবে ধুঁকছেন এলাকাবাসী। শিলিগুড়ির জল গড়াল বিধানসভায়। সেখানেও শুরু বাগবিতণ্ডা! শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বললেন, “টাকা না থাকলে আমার বিধায়ক তহবিলের টাকা নেওয়া হোক। হয় অধ্যক্ষ ব্যবস্থা নিক না হয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক। কুয়ো পরিষ্কার করুক। সরকারের টাকা নিক সরকারের কাজে।”
আরও পড়ুন- পুলিশ ইন্সপেক্টরের ছেলে যাচ্ছিলেন স্করপিও হাঁকিয়ে, STF এসে ঘিরে ধরে তল্লাশি শুরু করল! ঝুলি থেকে যা বেরোল…!
রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিলিগুড়ি পুরসভা এলাকায় গত শুক্রবার থেকেই বন্ধ রাখা হয়েছে পানীয় জল। কার্যত শুক্রবার সকাল থেকেই মাথায় হাত স্থানীয়দের। তবে পুরসভা এ নিয়ে নানা আশ্বাস দিয়েছে। সেই সঙ্গেই পুরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন জলাধার প্রকল্প বা ইনটেক ওয়েল করা হয়েছে। শহরের পানীয় জলের সুব্যবস্থার জন্য়ই এটা করা হয়েছে। নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনো ব্যবস্থার সংযুক্তিকরণের প্রয়োজন রয়েছে। সেকারণেই দুদিন ধরে কাজ করা হবে। আর সেই কাজ করার জন্য এই পানীয় জলের সরবরাহ বন্ধ রাখা হবে।
advertisement
advertisement
বিধানসভায় শঙ্কর জানান, পানীয় জলের সমস্যা বাড়ছে। এলাকায় বহু কুয়ো রয়েছে। কিন্তু সেগুলো করপোরেশন পরিষ্কার করছে না। এর আগে ২০ দিন দূষিত পানীয় জল পেয়েছে শিলিগুড়ি। অন্তত এবার কুয়োর জন্য টাকা বরাদ্দ করা হোক। পুর ও নগরায়ন দফতর এই বিষয়ে ব্যবস্থা করুক।
advertisement
এই প্রস্তাবের পর মন্ত্রী অরূপ বিশ্বাস এবারের উপনির্বাচনে তৃণমূলের ব্যপক জয়ের কথা মনে করিয়ে দেন। তিনি, “আপনার সাথে আমার দ্বিমত নেই। কিন্তু আপনাকে কে বলল উন্নয়ন করার টাকা নেই সরকারের কাছে? উন্নয়ন না হলে কি এই ৬-০ ফল হত?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 1:39 PM IST