Sikkim Tour: সিকিমে বেড়াতে যাচ্ছেন? আজ থেকে বন্ধ পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক! কত দিন অবরুদ্ধ থাকছে কোন রাস্তা? জেনে নিন

Last Updated:

Sikkim Tour:পাহাড়ে ভারী বৃষ্টিতে মাঝেমধ্যেই রাস্তাতে ধস নামে। এবারের বর্ষায় ধস নামার ঘটনা অনেকটাই বেড়েছে বলে খবর। গত বৃহস্পতিবারের বিপর্যয়ে জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে চলে গিয়েছে।

সড়ক মেরামতির জন্য চারদিন রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সড়ক মেরামতির জন্য চারদিন রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
শিলিগুড়ি: ১৩ থেকে ১৬ অক্টোবর, এই চারদিন বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক। ৪ অক্টোবর শনিবারের ভয়াবহ বৃষ্টি ও ধসে বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং ও সিকিম। ধস নেমেছে শিলিগুড়ি-সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায়। সেই সড়ক মেরামতির জন্য চারদিন রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবল বর্ষণের জেরে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। এই চারদিন জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ফলে প্রবল দুর্ভোগের আশঙ্কায় সিকিমবাসী। যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। পাহাড়ে ভারী বৃষ্টিতে মাঝেমধ্যেই রাস্তাতে ধস নামে। এবারের বর্ষায় ধস নামার ঘটনা অনেকটাই বেড়েছে বলে খবর। গত বৃহস্পতিবারের বিপর্যয়ে জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে চলে গিয়েছে। ধস না সারালে গাড়ি চলাচলও ঝুঁকির হয়ে যাচ্ছে।রোহিণীর রাস্তাও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
স্বাভাবিকভাবে যাতায়াত করতে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি উঠেছে। পর্যটন ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের বর্তমান অবস্থান জানতে চিঠি দিয়েছেন। এ বিষয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের সময়ও চেয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন রাস্তা বেহাল থাকা সত্ত্বেও কেন বর্তমান পরিস্থিতি জানানো হচ্ছে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে যাতায়াত করা যানবাহনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েই এই চিঠি। দ্রুত এ বিষয়ে আলোচনা না হলে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের দফতরে গিয়ে সরাসরি জানতে চাওয়া হবে বলে তাঁরা দাবি করেছেন। পর্যটন ব্যবসায়ীদের তরফে সম্রাট সান্যাল বলেন, ‘‘আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাস্তার বেহাল অবস্থার বর্তমান পরিস্থিতি জানতে চিঠি দিয়েছি। কিন্তু তারা জবাব দেয়নি। দ্রুত পদক্ষেপ না করলে ধর্নায় বসব।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sikkim Tour: সিকিমে বেড়াতে যাচ্ছেন? আজ থেকে বন্ধ পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক! কত দিন অবরুদ্ধ থাকছে কোন রাস্তা? জেনে নিন
Next Article
advertisement
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলাচ্ছে ডুয়ার্স
  • ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পায়, ভেঙে পড়ে কাঠের সেতু.

  • জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, ট্যুরিস্ট লজে থাকতে পারবেন.

  • সাত দিনের মধ্যে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত শুরু.

VIEW MORE
advertisement
advertisement