সিকিম ঘুরতে গিয়ে সর্বস্বান্ত অনেকে! পর্যটকদের সতর্ক করল সিকিমের সরকার

Last Updated:

Sikkim Government: একের পর এক ঠকবাজির ঘটনা। সিকিম সরকার পর্যটকদের কী জানাল জেনে নিন!

#কলকাতা: ঘুরতে যেতে ভালবাসেন! বিশেষ করে পাহাড় হলে তো কথাই নেই! হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়েন! বেশিরভাগ সময়ই আপনার হাতে সময় কম! তাই ভরসা ট্যুর অপারেটর! প্রতিটা প্রশ্নের উত্তর কি হ্যাঁ? তা হলে আপনারই সবার আগে সতর্ক হওয়া দরকার।
আসলে ঘুরতে যান দুরকমের মানুষ। একদল ট্রাভেলার। আরেকদল টুরিস্ট। যাঁরা ট্রাভেলার তাঁরা নিজেরাই সব বন্দোবস্ত করতে ভালবাসেন। আনকোরা জায়গায় ঘোরেন। স্থানীয়দের সঙ্গে মিশে ওই এলাকার খাবার, সংস্কৃতির স্বাদ নিতে ভালবাসেন। কিন্তু টুরিস্ট মানেই ব্যাপারটা অন্যরকম।
আরও পড়ুন- 2023 Cold Wave: হাঁড় কাঁপানো ঠান্ডায় শীতের ভয়ঙ্কর গুগলি! সপ্তাহের শেষে আগুনে স্পেলে মহাতাণ্ডবের আশঙ্কা
আসলে টুরিস্ট মানেই হাতে সময় কম। বেশিরভাগ টুরিস্ট-এর সব কিছু চাই পরিপাটি। গরম জল, হাতের নাগালে খাবার, সব চাই একেবার নিখুত, বাড়ির মতো। তাই অনেকেই ঘুরতে গেলে ট্যুর অপারেটরের ভরসায় থাকেন। আর এখানেই লুকিয়ে বিপদ।
advertisement
advertisement
সিকিমের সরকার বলছে, গত কয়েক মাসে সিকিমে ঘুরতে আসার প্ল্যান করে অনেক পর্যটক চোরের খপ্পরে পড়েছেন। অনলাইনে ট্যুর অপারেটরের খোঁজ করেই বিপদ ডেকে এনেছেন অনেকে। সর্বস্বান্ত হয়েছেন কেউ কেউ।
সিকিম মানেই বাঙালির ভালবাসা। ডিসেম্বর, জানুয়ারিতে সারা বছরের জমানো ছুটি অনেকেই খরচ করেন সিকিম ঘুরতে গিয়ে। তবে আপনার ভ্রমণপিপাসু মনটাই অনলাইন চোরদের অস্ত্র। আর আপনি তাড়াহুড়ো করে বুকিং করতে চাইলে তো তাদের সোনায় সোহাগা। তাই বুকিং করার সময় কোনও তাড়াহুড়ো নয়।
advertisement
সিকিমের সরকার জানিয়েছে, www. sikkimtourism.gov.in- এই ওয়েবসাইটে নথিভুক্ত রয়েছে এমন ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে বুকিং করাই ভাল। না হলে পর্যটকদরা যেন নিজেদের মতো করে ভাল মতো খোঁজ নিয়ে তবেই বুকিং করেন! একের পর এক ঠকবাজির খবরে সিকিমের সরকার উদ্বিগ্ন বটে!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিকিম ঘুরতে গিয়ে সর্বস্বান্ত অনেকে! পর্যটকদের সতর্ক করল সিকিমের সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement